শিরোপার দৌড়ে আরও পিছিয়ে পড়লো রিয়াল মাদ্রিদ
এল ক্ল্যাসিকোতে বার্সেলোনাকে হারিয়ে লা লিগার শিরোপা জেতার লড়াইয়ে ভালোভাবেই টিকে ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচ জেতার পর পথ হারিয়ে বসেছে রিয়াল। টানা দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে শিরোপার দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়লো লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে শনিবার রাতে রিয়াল বেটিসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে রিয়াল। আগের ম্যাচেও জয় মেলেনি। গেটাফের বিপক্ষেও গোলশূন্য ড্র করেছিল জিনেদিন জিদানের শিষ্যরা।
দুই ড্রয়ে অনেকটাই পিছিয়ে পড়তে হলো রিয়ালকে। ৩৩ ম্যাচে ২১ জয়ে ৭১ পয়েন্ট নিয়ে আপাতত তালিকার দুই নম্বরে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলেও ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়ালের চেয়ে দুই ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ৬৮। পরের দুই ম্যাচে জিতলে রিয়ালের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে যাবে লিওনেল মেসির দল।
ঘরের মাঠে রিয়াল বেটিসের মুখোমুখি হলেই যেন দিক হারিয়ে ফেলে রিয়াল মাদ্রিদ। বেটিসের জালে বল পাঠানোর পথ ভুলে যায় স্প্যানিশ জায়ান্টরা। টানা তিন মৌসুম ধরে এমন চলছে। সর্বশেষ তিন মৌসুমে ঘরের মাঠে বেটিসের জালে বল পাঠাতে পারেনি রিয়াল।
এবার ড্র করলেও আগের দুই মৌসুমে ঘরের মাঠে বেটিসের বিপক্ষে হার মেনেছে রিয়াল। ২০১৭-১৮ মৌসুমে রিয়ালকে ১-০ গোলে হারায় সফরকারীরা। পরের মৌসুমেও একই গল্প। ঘরের মাঠে বেটিসের বিপক্ষে ২-০ গোলে হেরে যায় রিয়াল।
এবারও বেটিস বাধা টপকানো হলো না রিয়ালের, তবু সান্ত্বনা যে এবার অন্তত ম্যাচ হারতে হয়নি। অথচ এবারের লিগে প্রথম সাক্ষাতে বেটিসের ঘরের মাঠে ৩-২ গোলে জিতেছিল রিয়াল মাদ্রিদ।