২৫ ওভার আগেই দিনের খেলা শেষ
দ্বিতীয় দিন নির্ধারিত সময় পর্যন্ত খেলা হলো না। আলোর স্বল্পতার কারণে ২৫ ওভার আগেই দিনের খেলা শেষ করার ঘোষণা দিয়েছেন আম্পায়াররা। এর আগ পর্যন্ত প্রথম দিনের মতো দারুণ সময় কেটেছে বাংলাদেশের। দুই সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক আউট হলেও দলকে চাপ বুঝতে দেননি মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস।
১৫৫ ওভারে বাংলাদেশ ৪ উইকেটে ৪৭৪ রান তুলেছে বাংলাদেশ। যা বিদেশের মাটিতে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। মুশফিক ৪৩ ও লিটন ২৫ রানে অপরাজিত আছেন। ইতোমধ্যে তাদের জুটি থেকে ৫০ রান পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা আগেই শেষ হওয়ায় তৃতীয় দিন ১৫ মিনিট আগে খেলা শুরু হবে। বাংলাদেশ সময় সকাল সোয়া ১০টায় শুরু হবে খেলা।
এরআগে বাংলাদেশের ইনিংস গড়ে দিয়েছেন তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। ১০১ বলে ১৫টি চারে ৯০ রান করে আউট হন তামিম। ৩৭৮ বলে ১৭টি চার ও একটি ছক্কায় ১৬৩ রানের অসাধারণ ইনিংস খেলেন শান্ত। বিদেশের মাটিতে প্রথম সেঞ্চুরি পাওয়া মুমিনুল ৩০৪ বলে ১১টি চারে ১২৭ রান করেন।
আলোর স্বল্পতায় খেলা বন্ধ
বাংলাদেশের মধুর ইনিংসে বাঁধ সাধলো বৈরী আবহাওয়া। মেঘের কারণে হঠাৎ-ই ক্যান্ডির আকাশ কালো হয়ে উঠেছে। তাতে দেখা দিয়েছে আলোর স্বল্পতা। তাই ম্যাচ আপাতত বন্ধ রাখা হয়েছে। ১৫৫ ওভার শেষে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪৭৪ রান। মুশফিকুর রহিম ৪৩ ও লিটন দাস ২৫ রানে অপরাজিত আছেন।
মুমিনুলকে ফেরালেন ধনঞ্জয়া
নাজমুল হোসেন শান্তর ইনিংস থামে ১৬৩ রানের। এরপর মুশফিকুর রহিমের সঙ্গে কিছুটা পথ পাড়ি দিলেন মুমিনুল হক। মুশফিকের সঙ্গে ৩০ রানের জুটি গড়ে আউট হলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। দারুণ এক ডেলিভারিতে তাকে সাজঘরে দেখিয়ে দেন লঙ্কান অফ স্পিনার ধনঞ্জয়া ডি সিলভা।
পাল্লেকেলে টেস্টের প্রথম ইনিংসে আউট হওয়ার আগে ৩০৪ বলে ১১টি চারে ১২৭ রানের অসাধারণ ইনিংস খেলেন মুমিনুল। এটা তার ক্যারিয়ারের ১১তম টেস্ট সেঞ্চুরি, যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। ৯টি সেঞ্চুরি নিয়ে দুই নম্বরে তামিম ইকবাল।
সেঞ্চুরিতে এগিয়ে থাকলেও আট বছর ধরে একটি বোঝা বয়ে বেড়াচ্ছিলেন মুমিনুল। তার আগের ১০টি সেঞ্চুরিই ছিল ঘরের মাটিতে, চট্টগ্রামেই ৭টি। অবশেষে বিদেশের মাটিতে সেঞ্চুরি খরা কাটালেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
মুমিনুলের বিদায়ে উইকেটে মুশফিকের সঙ্গে যোগ দিয়েছেন লিটন কুমার দাস। ১৪৩ ওভার শেষে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪৩০ রান। মুশফিক ১৮ ও লিটন ৬ রানে অপরাজিত আছেন।
রেকর্ড জুটি গড়ে থামলেন শান্ত
মুমিনুল হকের সঙ্গে ৮৬.৪ ওভার ব্যাটিং করলেন নাজমুল হোসেন শান্ত। এতে বাংলাদেশের সংগ্রহ যেমন রান পাহাড়ের পথে গিয়েছে, তেমনি তাদের জুটিও রেকর্ড গড়ে ফেলেছে। তাদের করা ২৪২ রানই তৃতীয় উইকেটে বাংলাদেশের সেরা জুটি, যেকোনো উইকেটে পঞ্চম সেরা।
রেকর্ড জুটি গড়ে আউট হন শান্ত। লঙ্কান ডানহাতি পেসার লাহিরু কুমারার বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফেরেন শান্ত। এরআগে ৩৭৮ বলে ১৭টি চার ও একটি ছক্কায় ১৬৩ রানের অসাধারণ ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এটা তার ক্যারিয়ার সেরা ইনিংস।
শান্তর বিদায়ে উইকেটে গেছেন মুশফিকুর রহিম। ১২৮ ওভারে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪০৩ রান। মুমিনুল ১১৭ ও মুশফিক ৭ রানে অপরাজিত আছেন।
শান্ত-মুমিনুলের রেকর্ড জুটি
দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশের ইনিংস বড় করে যাচ্ছেন দুই সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। তাদের ব্যাটে ২ উইকেটে ৩৯২ রানে পৌঁছে গেছে বাংলাদেশ। দলের সংগ্রহ বাড়িয়ে নেওয়ার মিশনে জুটিতে রেকর্ড গড়েছেন শান্ত-মুমিনুল।
ইতোমধ্যে ২৪০ রানের জুটি গড়েছেন এই দুই বাংলাদেশ ব্যাটসম্যান। যা তৃতীয় উইকেটে বাংলাদেশের রেকর্ড জুটি। আগের রেকর্ড জুটিতেও ছিলেন মুমিনুল। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষেই মুশফিকুর রহিমের সঙ্গে ২৩৬ রানের জুটি গড়েছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। শান্ত ও মুমিনুলের এই জুটিটি যেকোনো উইকেটে বাংলাদেশের পঞ্চম সেরা জুটি।
শান্তর ১৫০, বাংলাদেশের আরেকটি মধুর সেশন
শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলে টেস্টের প্রথম দিনের তিন সেশনেই ছিল বাংলাদেশের দাপট। দ্বিতীয় দিনও ব্যতিক্রম হলো না। এদিনও ব্যাট হাতে শাসন করে যাচ্ছেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। দ্বিতীয় দিনের প্রথম সেশনে ২৮ ওভার থেকে ৭৬ রান তুলেছেন শান্ত-মুমিনুল।
ইতোমধ্যে ২২৬ রানের জুটি গড়েছেন এই দুই ব্যাটসম্যান। যা এখন পর্যন্ত যেকোনো উইকেটে বাংলাদেশের অষ্টম সেরা জুটি। শান্ত ও মুমিনুলের অসাধারণ ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
১১৮ ওভার শেষে ২ উইকেটে ৩৭৮ তুলেছে বাংলাদেশ। শান্ত ১৫৫ ও মুমিনুল ১০৭ রানে অপরাজিত আছেন। এখন পর্যন্ত এটাই শান্তর টেস্ট ক্যারিয়ার সেরা ইনিংস। ২ উইকেটে ৩০২ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছিলো বাংলাদেশ।