ব্যাটিংয়ের বেহাল দশা কাটছেই না
কোনো পরিবর্তন নেই, ধারাবাহিকভাবে বাজে ব্যাটিং করে চলেছে বাংলাদেশ। বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তানের বিপক্ষে সিরিজেও একই বৃত্তে বন্দি হয়ে আছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানো বাংলাদেশ তৃতীয় টি-টোয়েন্টিতেও বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি।
সোমবার তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৬ উইকেটে ১২৪ রান তুলেছে বাংলাদেশ। কোনো ব্যাটসম্যানই পারেননি টি-টোয়েন্টির মতো করে ব্যাটিং করতে। এই সিরিজে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস ১২৭ রানের।
সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন নাঈম শেখ। ২টি চার ও ২টি ছক্কা মারলেও বাঁহাতি এই ওপেনার বল খরচা করেছেন ৫০টি। দ্বিতীয় সেরা ২২ রান করেন শামীম হোসেন পাটোয়ারী। ভালো শুরু করেও ২০ রানের বেশি করতে পারেননি আফিফ হোসেন ধ্রুব। ১৩ রান করে বিদায় নেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
এদিন নাজমুল হোসেন শান্ত ৫, নুরুল হাসান সোহান ৪, শেখ মেহেদি হাসান ৫* ও আমিনুল ইসলাম বিপ্লব ৩* রান করেন। পাকিস্তানের মোহাম্মদ ওয়াসিম ও উসমান কাদির ২টি করে উইকেট নেন।
বাংলাদেশ-পাকিস্তান তৃতীয় টি-টোয়েন্টি: ফিরে গেলেন শামীম
নাজমুল হোসেন শান্ত বিদায়ে দ্বিতীয় ওভারেই উইকেটে যেতে হলো শামীম হোসেন পাটোয়ারীকে। পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপক্ষে ভালোই করছিলেন প্রথমবারের মতো তিনে নামা বাঁহাতি এই ব্যাটসম্যান। যদিও তার ইনিংস বড় হলো না। ২৩ বলে ৪টি চারে ২২ রান করে ফিরে গেছেন তিনি।
১০ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৫২ রান। উইকেটে আছেন নাঈম শেখ ও আফিফ হোসেন ধ্রুব।
শান্তর বিদায়ের পর পাওয়ার প্লেতে বাংলাদেশ ৩৩/১
প্রথম দুই ম্যাচ দিয়েই সিরিজ হার। তৃতীয় ম্যাচটি বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। এই ম্যাচে উদ্বোধনী জুটিতে পরিবর্তন এনেও লাভ হয়নি। দ্বিতীয় ওভারেই ফিরে যান নাজমুল হাসেন শান্ত। এরপরও দলকে দিকে হারাতে দেননি নাঈম শেখ ও শামীম হোসেন পাটোয়ারী।
তাদের ব্যাটে পাওয়ার প্লের ৬ ওভার থেকে ৩৩ রান তোলে বাংলাদেশ। নাঈম ধীর গতিতে ব্যাট চালালেও শামীম দ্রুততার সাথে রান তুলছেন।