লড়াইয়ের বার্তা দিয়ে রাখলেন কর্নওয়াল-ওয়ারিক্যান
বাংলাদেশ সফরের কথা শুনলেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের চোখের সামনে স্পিন ঘূর্ণির দৃশ্য ভেসে ওঠার কথা। বাংলাদেশে এসে ক্যারিবীয়দের যতোবার বিপদের মুখে পড়তে হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে নেপথ্যে ছিল স্পিন মায়াজাল। যে জালে আটকা পড়ে দম ফুরিয়ে হার মানতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের।
সর্বশেষ বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্পিনের বিপক্ষে রীতিমতো আত্মসমর্পণ করতে হয়েছিল ক্যারিবীয়দের। ২০১৮ সালের সেই সিরিজে দুই টেস্টের সবগুলো উইকেট নিয়েছিলেন বাংলাদেশের স্পিনাররা। ৪০ উইকেট নেওয়া সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান এবারও প্রস্তুত সফরকারীদের শিকারে পরিণত করতে।
যে স্পিনের শাসন এতোদিন সহ্য করে আসতে হয়েছে, সেই স্পিন দিয়ে অবশ্য লড়াইয়ের বার্তাও দিয়ে রাখলো ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্ট শুরুর আগে বিসিবি একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলছে ক্যারিবীয়রা। যেখানে স্পিন ভেল্কিতে বিসিবি একাদশের ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলে দিয়েছেন উইন্ডিজের রাকিম কর্নওয়াল।
ডানহাতি এই অফ স্পিনার ৪৭ রান খরচায় শিকার করেছেন ৫ উইকেট। জোমেল ওয়ারিক্যানের স্পিন ফাঁদে পা দিয়েও দিক হারিয়েছেন বিসিবি একাদশের ব্যাটসম্যানরা। বাঁহাতি এই স্পিনার ২৫ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। এই দুই স্পিনারের দারুণ বোলিংয়েই ১৬০ রানে গুটিয়ে যায় বিসিবি একাদশের প্রথম ইনিংস। বাকি দুই উইকেট নেন কেমার রোচ ও আলজারি জোসেফ।
ওয়ানডেতে হোয়াইটওয়াশের আনন্দ মিললেও টেস্টের লড়াই যে সহজ হবে না, সেটা জানা আছে বাংলাদেশের। প্রস্তুতি ম্যাচে কর্নওয়াল, ওয়ারিক্যানদের স্পিন শাসন দেখে ধারণাটা আরও পরিস্কার হলো বাংলাদেশের। অবশ্য শুধু স্পিনই নয়, ক্যারিবীয়দের গতির ঝড়ও হতে পারে বিপদের কারণ। পেস আক্রমণে শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ ও আলজারি জোসেফ। সাথে এই দুই স্পিনার, সব মিলিয়ে টেস্ট সিরিজ যে ওয়ানডের মতো হবে না, সেটারই বার্তা যেন দিয়ে রাখলো সফরকারীরা।
প্রস্তুতি ম্যাচে দারুণ বোলিং করে আত্মবিশ্বাসে টইটুম্বুর কর্নওয়াল। দিনের খেলা শেষে ডানহাতি এই স্পিনার বলেন, 'ব্যাপারটা আমি খুব সহজ রেখেছি এবং ঠিক জায়গায় বল ফেলেছি। লম্বা সময় ধরে ধারাবাহিক থাকার চেষ্টা করেছি। মনে হচ্ছে এমন উইকেটই হবে। আমার আত্মবিশ্বাস ভালো আছে। টেস্ট শুরুর আগে সময় আছে, প্রয়োজনীয় কাজ ও নিজেকে প্রস্তুত করার সময় পাবো।'
তিনদিনের প্রস্তুতি ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে স্পিনেই বেশি ধুঁকেছে উইন্ডিজ। তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন পাঁচজন ক্যারবীয় ব্যাটসম্যানকে ফেরান। দুটি উইকেট নেন অনিয়মিত দুই স্পিনার শাহাদাত হোসেন দিপু ও সাইফ হাসান। বাকি তিন উইকেট নেন পেসার খালেদ আহমেদ। বিসিবি একাদশের এই চার বোলার ক্যারিবীয়দের ২৫৭ রানে আটকে দেয়।
জবাবে উইন্ডিজও স্পিনকে অস্ত্র বানিয়ে বিসিবি একাদশকে ১৬০ রানে অলআউট করে। কর্নওয়াল ও ওয়ারিক্যান মিলে নেন ৮ উইকেট। বিসিবি একাদশের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন নাঈম শেখ। এ ছাড়া সাইফ হাসান ১৫, সাদমান ইসলাম ২২ ও নুরুল হাসান সোহান ৩০ রান করেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেও স্পিনের বিপক্ষে ভুগতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ১৭৯ রান তুলতে ৫ উইকেট হারিয়েছে তারা। ২টি উইকেট নিয়েছেন অনিয়মিত স্পিনার সাইফ হাসান, একটি নিয়েছেন তৌহিদ হৃদয়। এ ছাড়া খালেদ আহমেদ ও মকিদুল ইসলাম মুগ্ধ একটি করে উইকেট পান।