লাল কার্ডের পর নিষেধাজ্ঞার শাস্তি পেলেন নেইমার
আগের রাতটি দারুণ কেটেছে নেইমার ও তার দলের। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিককে ৩-২ গোলে হারিয়ে সেমি ফাইনালের পথে এগিয়ে গেছে পিএসজি। দলে যখন সুখের হাওয়া বইছে, এমন সময়ে এলো দুঃসংবাদ। দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন নেইমার।
আন্তর্জাতিক সূচির বিরতি শেষে লিগ ওয়ানে লিলের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরেন নেইমার। ফেরার পর্বটা ভালো ছিল না ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের। গোল করতে পারেননি, গোল করানোর পেছনেও ছিল না তার অবদান। উল্টো মেজাজ হারিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।
লাল কার্ড পর্যন্তই থাকলো না নেইমারের শাস্তি। দুই ম্যাচের জন্য নিষিদ্ধও করা হয়েছে তাকে। ফ্রান্সের পেশাদার লিগের (এলএফপি) শৃঙ্খলা কমিটি নেইমারকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে। লিগ ওয়ানে তাকে ছাড়াই পরবর্তী দুই ম্যাচ খেলতে হবে পিএসজিকে।
আরও বেশি ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারতেন নেইমার। এলএফপির বিবৃতিতে বলা হয়েছে, 'গত ৭ এপ্রিল বৈঠকের পর শৃঙ্খলা কমিটি নেইমারকে তিন ম্যাচ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, এর মধ্যে এক ম্যাচের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।'
লিগ ওয়ানে লিলের বিপক্ষে হেরে যাওয়া সেই ম্যাচের শেষ দিকে বারবার ফাউলের শিকার হচ্ছিলেন নেইমার। এক পর্যায়ে মেজাজ আর ধরে রাখতে পারেননি ব্রাজিলের তারকা এই ফরোয়ার্ড। আগেই হলুদ কার্ড দেখা নেইমার প্রতিপক্ষ খেলোয়াড়কে ধাক্কা দিয়ে দেখেন লাল কার্ড।
লিগ ওয়ানে এরআগেও মেজাজ হারাতে দেখা গেছে নেইমারকে। ২০২০ সালের পর তিনবারের মতো লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন নেইমার। যা এই সময়ে লিগ ওয়ানে সর্বোচ্চ।