লরিয়াস অ্যাওয়ার্ডে বর্ষসেরা নারী খেলোয়াড় নাওমি ওসাকা
প্রতি বছরের ন্যায় এ বছরও বার্ষিক লরিয়াস স্পোটর্স অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন একগুচ্ছ তারকা। স্পেনের সিভিলে ভার্চুয়াল সভার মাধ্যমে আয়োজিত হওয়া অ্যাওয়ার্ড শোতে সেরা নারী খেলোয়াড় নির্বাচিত হলেন জাপানের নাওমি ওসাকা।
এ অর্জনের পর এক ভিডিও বার্তায় বর্তমানে বিশ্বের দ্বিতীয় শীর্ষ নারী টেনিস তারকা বলেন, 'আমায় এই পুরস্কারের যোগ্য মনে করার জন্য সকলকে ধন্যবাদ। ছোটবেলা থেকেই আমার আদর্শদের বহুবার এই পুরস্কার জিততে দেখেছি, তাই এটি জিততে পারা সত্যিই আমার কাছে ভাগ্যের ব্যাপার।'
'আমার কাছে এমন এক মঞ্চ আছে যার মাধ্যমে বহু লোককে সাহায্য করতে পারব এবং ভবিষতে সেটাই হবে আমার প্রধান লক্ষ্য। পাশাপাশি আমি বাকি মনোনীত সদস্যদেরও শুভেচ্ছা জানাতে চাই এবং আবারও সকলকে অনেক ধন্যবাদ জানাই,' বলেন তিনি।
গত বছর মনোনয়ন পেলেও পুরস্কার অধরাই থেকে গিয়েছিল। তবে এ বছর তার হাতেই উঠল পুরস্কার। প্রথম এশিয়া মহাদেশের টেনিস খেলোয়াড় হিসাবে এটিপি ব়্যাঙ্কিংয়ে প্রথম স্থান দখলের কৃতিত্ব আগেই রয়েছে চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই টেনিস তারকার দখলে।
এই অ্যাওয়ার্ড জয়ের মাধ্যমে ২৩ বছরের ওসাকার মুকুটে যুক্ত হলো আরেকটি নতুন পালক।