রোনালদোবিহীন পর্তুগালও দুর্বার
দলের প্রাণ ভোমরা তিনি। তার উপস্থিতিই অন্যরকম এক শক্তি যোগায় পর্তুগালকে। সেই ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই উয়েফা নেশন্স লিগের ম্যাচ খেলতে নেমেছিল পর্তুগাল। কিন্তু রোনালদো যে দলে ছিলেন না, সেটা বোঝাই যায়নি। বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়াকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পর্তুগিজরা।
নেশন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। প্রথম আসরে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছিল তারা। এবারও শুরুটা দুর্দান্ত হলো পর্তুগালের। শনিবার পোর্তোর ড্রাগন স্টেডিয়ামে 'এ' লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচে রোনালদোর দেশের সামনে দাঁড়াতেই পারেনি ক্রোয়েশিয়া।
নেশন্স লিগে শনিবার রাতে আরও কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আইসল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। সুইডেনের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন্স ফ্রান্স। ডেনমার্ককে ২-০ গোলে হারিয়েছে বেলজিয়াম। সাইপ্রাসের বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়েছে মন্টেনিগ্রো।
ম্যাচের শুরু থেকেই ক্রোয়েশিয়াকে ব্যস্ত করে তোলে পর্তুগাল। একের পর এক আক্রমণ সাজাতে থাকে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। যদিও গোলের দেখা মিলছিল না। ম্যাচের ৪১তম মিনিটে প্রতিপক্ষের জালের ঠিকানা পায় পর্তুগাল। প্রায় ২০ গজ দূর থেকে দারুণ এক শটে গোল করেন পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও কানসেলো।
বিরতি থেকে ফিরে অপ্রতিরোধ্য হয়ে ওঠে পর্তুগাল। ম্যাচের ৫৮তম মিনিটে গোলে করে পর্তুগালকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন দিয়োগো জোতা। ৭০ মিনিটে পর্তুগালের হয়ে তৃতীয় গোলটি করেন জোয়াও ফেলিক্স।
অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে একমাত্র গোলটি করে ব্যবধান কমান ক্রোয়েশিয়ার ব্রুনো পেতকোভিচ। শেষ বাঁশি বাজার আগে পতুর্গালের হয়ে চতুর্থ গোল করেন আন্দ্রে সিলভা।