রেনের মাঠে কুপোকাত মেসি-নেইমারদের পিএসজি

ঘরের মাঠে খেলা, রেনের প্রতাপই তাই আলাদা। মেসি-নেইমার-এমবাপ্পেকে নিয়ে গড়া পিএসজির বিশ্বসেরা আক্রমণভাগকে সামলে বল নিয়ে আক্রমণ সাজাতে শুরু করে তারাও। এর মধ্যে প্রথমার্ধের শেষ মিনিট ও দ্বিতীয়ার্ধের প্রথম মিনিট নিজেদের করে নেয় তারা। তাতে হার নিশ্চিত হয়ে যায় পিএসজির।
রোববার ঘরের মাঠে লিগ ওয়ানের ম্যাচে তারকায় ঠাসা পিএসজিকে ২-০ গোলে হারিয়েছে রেন। স্বাগতিক দলটির হয়ে প্রথম গোল করেন গেইতাঁ লেবর্দি। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন ফ্লেবিয়াঁ টেইট।
চলতি মৌসুমে লিগ ওয়ানে এটাই পিএসজির প্রথম হার। আগের ম্যাচেই পিএসজির হয়ে প্রথম গোল করা মেসি প্রথম হারও দেখে ফেললেন। ৯ ম্যাচে ৮ জয় ও এক হারে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে মাওরিসিও পচেত্তিনোর দল। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দুই নম্বলে লঁস। ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে নাইস।
যদিও ম্যাচে আক্রমণ ও বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল পিএসজিই। ম্যাচে ৬৮ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখে ফরাসি জায়ান্টরা। তারা গোলমুখে শট নেয় ১৩টি, এর মধ্যে একটাও লক্ষ্যে ছিল না। রেনের নেওয়া ১২টি শটের ৪টি ছিল লক্ষ্যে। এর মধ্যে দুটি জালে জড়ায়।
ম্যাচের ৪৫তম মিনিটে পাল্টা আক্রমণে এগিয়ে যায় রেন। কামালদিন সুলেমানার বাঁ দিক থেকে বাড়ানো ক্রসে ডিফেন্ডার নুনো মেন্দেসের বাধা এড়িয়ে দারুণ প্লেসিং শটে গোল করেন লেবর্দি। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে রেন। ডান দিক থেকে সতীর্থের কাটব্যাক পেনাল্টি স্পটের কাছে পেয়ে জোরালো শটে পিএসজির জালে বল জড়ান ফরাসি মিডফিল্ডার ফ্লেভিয়াঁ।