রেকর্ড ষষ্ঠবার ব্যালন ডি’অর জিতলেন মেসি
রেকর্ড ষষ্ঠবারের মতো এ বছরের ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন লিওনেল মেসি।
প্যারিসে সোমবার (২ নভেম্বর) এক জমকালো অনুষ্ঠানে মেসির হাতে তুলে দেওয়া হয় ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’র মর্যাদাপূর্ণ পুরস্কারটি।
সময়ের সেরা দুই ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো ও মেসি সমান সংখ্যক পাঁচবার করে ব্যালন ডি’অর জেতার রেকর্ড থাকলেও ২০১৯ সালের ব্যলন ডি’অর জিতে সবাইকে ছাড়িয়ে গেলেন আর্জেন্টাইন তারকা।
সর্বশেষ দারুন একটা মৌসুম পার করেছেন ফুটবলের যাদুকর মেসি। লা লিগা, চ্যাম্পিয়ন্স লীগ বা জাতীয় দল; সবখানেই দারুণ ফর্মে ছিলেন তিনি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গত মৌসুমে ৫৮ ম্যাচ খেলে ৫৪ গোল করেন মেসি।
লা লিগায় বার্সেলোনাকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি কাতালান ক্লাবটির চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ও কোপা দেল রের ফাইনালে ওঠাতেও বড় অবদান ছিল আর্জেন্টাইন তারকার।
এর আগে মেসি ২০০৯, ২০১০, ২০১১, ২০১২ টানা চারবারের পর ২০১৫ সালে সর্বশেষ ফুটবলের সম্মানজনক পুরস্কারটি জিতে নেন।
অপরদিকে বিশ্বজুড়ে সাংবাদিকদের ভোটে নারী ফুটবলের ব্যালন ডি’অর জিতেছেন যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফরোয়ার্ড মেগান র্যাপিনো।