রিয়াল মাদ্রিদে যাচ্ছেন এমবাপ্পে?

ফরাসি ফুটবল সেনসেশন কিলিয়ান এমবাপ্পের ওপর থেকে চোখ সরাচ্ছে না রিয়াল মাদ্রিদ। পিএসজির এই তারকা ফুটবলারকে দলে ভেড়াতে সুপরিকল্পিত পদক্ষেপ নিতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। খবর ডেইলি মেইলের।
পিএসজিতে খুব একটা ভালো নেই এমবাপ্পে- এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই ডালপালা মেলছিল। তাতে হাওয়া দিয়েছে শনিবার, মন্টপেলিয়েরের বিপক্ষের ম্যাচটি। খেলার ৬৮ মিনিটে ২১ বছর বয়সী এই তারকাকে মাঠ থেকে তুলে নেন কোচ টমাস টুসেল। সিদ্ধান্তটি মনপুত হয়নি এমবাপ্পের। মাঠ থেকে বেরিয়েই কোচের ওপর রাগ ঝাড়েন তিনি। কোচ অবশ্য এমবাপ্পেকে ঠাণ্ডা করার চেষ্টা করছিলেন। তাতে এমবাপ্পের রাগ এতটুকুও কমেনি। ডাগ আউটে না বসে উঠে যান গ্যালারিতে।

সংবাদ সম্মেলনে টুসেল বলেছেন, ‘আমি কোচ, আমিই ভালো বুঝি মাঠে কাকে কখন উঠাতে কিংবা নামাতে হবে। এমবাপ্পে খুবই বিচক্ষণ। কী করছেন তা তিনি ভালোই জানেন। খেলা শেষ না করে মাঠ ছাড়তে তার ভালোলাগে না। তবে আজ যা করলেন, সেটা মোটেও ভালো উদাহরণ নয়।'
এদিকে, অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে রিয়াল মাদ্রিদ জেতার পর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন করিম বেনজামা। স্বদেশির সেই ছবিতে ‘লাইক’ দিয়ে, স্প্যানিশ ক্লাবটিতে যাওয়ার গুঞ্জনকে আরও উসকে দিয়েছেন এমবাপ্পে নিজেই।
অনেকদিন ধরেই বেনজামার একজন দীর্ঘকালীন উত্তরসূরী খুঁজছে রিয়াল মাদ্রিদ। জানা গেছে, এমবাপ্পেকে পাওয়ার জন্য রেকর্ড ২৫০ মিলিয়ন ডলার বা প্রায় ৩০০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি আছে ক্লাবটি। এদিকে সুযোগটি নিতে চাচ্ছে লিভারপুলও। তাই ইংলিশ ক্লাবটিতে নাম লেখানোর আগেই এমবাপ্পের সঙ্গে যত দ্রুত সম্ভব চুক্তি সেরে নিতে চায় রিয়াল মাদ্রিদ।