ফকরকে ফিরিয়ে আশা জাগালেন তাসকিন
বিপদে পড়া দলকে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ফকর জামান। ১৫তম ওভারে এসে তাকে ফিরিয়ে জয়ের আশা জাগিয়ে তুললেন তাসকিন আহমেদ। ফেরার আগে ৩৬ বলে ৩৪ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ১৫ ওভার শেষে ৫ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ৮২ রান। জয়ের জন্য ৩ড় বলে ৪৬ রান দরকার তাদের। খুশদিল ২৩ ও শাদাব খান খান ১ রানে ব্যাটিং করছেন।
মালিকের বিদায়ে আরও চাপে পাকিস্তান
২৩ রানেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল পাকিস্তান। সফরকারীদের চাপ আরও বাড়ল শোয়েব মালিকের বিদায়ে। রান আউট হয়ে ফিরে গেছেন তিনি। ৮ ওভার শেষে ৪ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ৩২ রান। উইকেটে আছেন ফকর জামান ও খুশদিল শাহ।
হায়দারকে ফেরালেন শেখ মেহেদি, চাপে পাকিস্তান
পাকিস্তানের দুই পেনার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমকে ফিরিয়ে দলকে দারুণ সূচনা এনে দেন মুস্তাফিজুর রাহমান ও তাসকিন আহমেদ। পঞ্চম ওভারের শেষ বলে আঘান হানলেন শেখ মেহেদি হাসান। ডানহাতি এই অফ স্পিনারের শিকার হায়দার আলী।
৫ ওভারে ২৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে পাকিস্তান। উইকেটে আছেন ফকর জামান ও অভিজ্ঞ শোয়েব মালিক।
রিজওয়ানকে মুস্তাফিজ, বাবরকে ফেরালেন তাসকিন
ব্যাট হাতে খারাপ সময় গেলেও বল হাতে শুরুটা দারুণ হলো বাংলাদেশের। তৃতীয় ওভারে মোহাম্মদ রিজওয়ানের স্টাম্প উপড়ে নেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। চতুর্থ ওভারে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের স্টাম্প ভাঙেন তাসকিন।
বিশ্বকাপে প্রায় সব প্রতিপক্ষের বোলারদের পরীক্ষা নেওয়া রিজওয়ান-বাবরদের এদিন ব্যাট হাতে শাসন করতে দিলেন না মুস্তাফিজ-তাসকিনরা। ৪.৫ ওভার শেষে ২ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ২৩ রান। উইকেটে আছেন ফকর জামান ও হায়দার আলী।