যখন যেভাবে সাপোর্ট দরকার সাকিবকে দেবো: বিসিবি সভাপতি
দেশের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের ওপর আইসিসির দুই বছরের নিষেধাজ্ঞার পর তাঁর পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
জুয়াড়ির প্রস্তাব প্রত্যাখ্যান করলেও তা আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট আকসুকে না জানানোয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে মঙ্গলবার সব ধরণের ক্রিকেটে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এরমধ্যে রয়েছে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা। আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালার তিনটি আইন লঙ্ঘনের অপরাধে সাকিবকে এ শাস্তি দিয়েছে আইসিসি।
আইসিসির এই ঘোষণার পর সাকিবকে নিয়ে বিসিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এবং বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে পাপন বলেন, “আমরা অবশ্যই শকড। এর থেকে শকিং কিছু হয়ে পারে আমার জানা নাই। আমি বহুবার বলেছি দুইটা প্লেয়ারের বিকল্প আমাদের নাই। একজন হলেন অধিনায়ক মাশরাফি আর অন্যজন খেলোয়াড় সাকিব। বিশ্বসেরা সাকিবের খেলতে না পারাই আমাদের জন্য সবচেয়ে কষ্টকর। সামনে আমাদের গুরুত্বপূর্ণ ভারত সিরিজ এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ। এই সফরের যত প্ল্যানিং, যত চিন্তাধারা সবকিছু সাকিবকে নিয়েই করা হয়েছিলো। ওকে ক্যাপ্টেন করার পেছনে এটাই কারণ ছিলো যে ও আমাদের দেশকে নেতৃত্ব দেবে। এটা আমাদের জন্য অত্যন্ত শকিং।”
আগে থেকেই এ বিষয়ে বোর্ডকে কিছু না জানানোয় সাকিবের ওপর ‘রাগ হয়েছে’ মন্তব্য করে বোর্ড সভাপতি পাপন বলেন, “অস্বীকার করছি না। ও কেন জানালো না। এটা তো রাগ হবেই। আমার রাগও হয়েছে যদিও এটা কখনো প্রকাশ করিনি, মানে এখন দেখার পরে বলছি। তবে একটা বিষয়ে আমরা খুশি হয়েছি, সাকিব সম্পূর্ণ সহায়তা করেছে আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের সাথে।”
আইসিসির তদন্তের বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না বলে সংবাদ সম্মেলনে জানান পাপন।
“এখানে একটা কথা আপনাদের স্পষ্টভাবে বলে দিতে চাই, সাকিবই বড় সাক্ষী, বিসিবি বা আমারা কেউ কিচ্ছু জানি না। জানুয়ারি থেকে এই যে ইনভেস্টিগেশনটা চলেছে আমরা কিচ্ছু জানি না।”
সাকিবের যখন, যে ধরণের সহায়তা লাগবে তার সবকিছুই বোর্ড থেকে দেওয়া হবে বলে জানান বিসিবি সভাপতি।
“সাকিব আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের সাথে দুর্নীতির বিরুদ্ধে কাজ করার যে ঘোষণা দিয়েছে, ওটা করে যাক। আমরা ওর সাথে থাকবো। এবং যখন, যেভাবে ওকে সাপোর্ট করা দরকার, বিসিবি ওর পাশে থাকবে। আমরা আশাকরি খুব শীঘ্রই সে ক্রিকেটে ফিরে আসবে এবং দেশকে আরও ভালো অবস্থানে নিয়ে যাবে ক্রিকেটে।”