মেসি, রোনালদো, লেভা: দর্শকের ভোটে ২০২১-র শীর্ষ একাদশ
কয়েক সপ্তাহের মধ্যে জানা যাবে এবছরের ব্যালন ডি'অর জয়ীর নাম। ফুটবলে সবচেয়ে সম্মানসূচক এই ব্যক্তিগত পদকের দৌড়ে এবারও যথারীতি আছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও রবার্ট লেভান্ডফস্কি।
গোল ডট কম সম্প্রতি বছরের শীর্ষ ৫০ ফুটবলারকে নির্বাচিত করতে একটি দর্শক জরিপ পরিচালনা করেছে। প্রায় দেড় কোটি মানুষ ভোট দিলেও এই জরিপে মেসি ও রোনালদোর মাঝে ব্যবধান ছিল মাত্র ২৪ ভোট। এই হাতেগোনা কয়েকটি বাড়তি ভোটই বিজয়ী নির্বাচিত করেছে কোপাজয়ী আর্জেন্টাইনকে।
গোল ডট কমের এ জরিপের উপর নির্ভর করে বছরের শীর্ষ একাদশ নির্ধারণ করেছে খেলাধুলার ওয়েবসাইট গিভমিস্পোর্ট। গোলের র্যাঙ্কিং ধরে ৪-৩-৩ ফরমেশনে তৈরি করা হয়েছে এ দল।
২০২১ সালের শীর্ষ একাদশ
গোলকিপার: জিয়ানলুইগি দোনারুমা
ক্লাব: এসি মিলান এবং প্যারিস সেন্ট জার্মেই
সামগ্রিক অবস্থান: ১৯তম
অর্জন: ইউরো শিরোপা ও ম্যান অব দ্য টুর্নামেন্টজয়ী।
রাইট ব্যাক: আশরাফ হাকিমি
ক্লাব: ইন্টার মিলান এবং প্যারিস সেইন্ট জার্মেই
সামগ্রিক অবস্থান: ২১তম
অর্জন: সিরি আ শিরোপা।
সেন্টার ব্যাক: রুবেন ডিয়াস
ক্লাব: ম্যানচেস্টার সিটি
সামগ্রিক অবস্থান: ২৯তম
অর্জন: প্রিমিয়ার লিগ শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল।
সেন্টার ব্যাক: জর্জিয়ো কিয়েলিনি
ক্লাব: জুভেন্টাস
সামগ্রিক অবস্থান: ৩০তম
অর্জন: ইউরো শিরোপা।
লেফট ব্যাক: লুক শ
ক্লাব: ম্যানচেস্টার ইউনাইটেড
সামগ্রিক অবস্থান: ৪৩তম
অর্জন: ইউরো ফাইনাল।
সেন্টার মিড: এনগোলো কান্তে
ক্লাব: চেলসি
সামগ্রিক অবস্থান: ৮ম
অর্জন: চ্যাম্পিয়ন্স লিগ ও উয়েফা ন্যাশন্স লিগ শিরোপা।
এটাকিং মিড: কেভিন ডি ব্রুইনা
ক্লাব: ম্যানচেস্টার সিটি
সামগ্রিক অবস্থান: ৯ম
অর্জন: প্রিমিয়ার লিগ শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল।
এটাকিং মিড: ব্রুনো ফার্নান্দেস
ক্লাব: ম্যানচেস্টার ইউনাইটেড
সামগ্রিক অবস্থান: ১৪তম
অর্জন: প্রিমিয়ার লিগ রানার আপ।
রাইট ফরওয়ার্ড: লিওনেল মেসি
ক্লাব: বার্সেলোনা এবং প্যারিস সেন্ট জার্মেই
সামগ্রিক অবস্থান: ১ম
অর্জন: কোপা আমেরিকা শিরোপা, পিচিচি ট্রফি।
সেন্টার ফরওয়ার্ড: রবার্ট লেভান্ডফস্কি
ক্লাব: বায়ার্ন মিউনিখ
সামগ্রিক অবস্থান: ৩য়
অর্জন: বুন্দেসলিগা, ইউরোপিয়ান গোল্ডেন বুট।
লেফট ফরওয়ার্ড: ক্রিশ্চিয়ানো রোনালদো
ক্লাব: জুভেন্টাস এবং ম্যানচেস্টার ইউনাইটেড
সামগ্রিক অবস্থান: ২য়
অর্জন: সিরি আ গোল্ডেন বুট।