মেসি-নেইমারদের সঙ্গেই থাকছেন এমবাপ্পে

জুভেন্টাসের সঙ্গে চুক্তির মেয়াদ এক বছর থাকতেই ক্রিশ্চিয়ানো রোনালদোর দলবদলের গুঞ্জন শুরু হয়েছিল। বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হচ্ছিল পর্তুগিজ ফরোয়ার্ডকে দলে নেওয়ার দৌড়ে আছে পিএসজি, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেষ্টার সিটি। এমন খবরে চরম বিরক্ত রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। এবার জানা গেল পিএসজি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের দলবদলের ব্যাপারটিও স্রেফ গুঞ্জন।
ফরাসি এই ফুটবলারের দলবদল নিয়েও অনেক কথা হয়ে আসছে। খবরে এসেছে, এমবাপ্পে পিএসজি ছাড়তে চান। লিওনেল মেসি পিএসজিতে যাওয়ায় পর গুঞ্জন ওঠে দল ছাড়তে পারেন এমবাপ্পে। শেষ পর্যন্ত তাকে ধরে না রাখতে পারলে ফরাসি ক্লাবটি রোনালদোর দিকে হাত বাড়াবে বলেও সংবাদ প্রকাশ হয়। যদিও এর কোনোটির সত্যতা মেলেনি।
এমবাপ্পে তার সতীর্থদের জানিয়েছেন, চুক্তির বাকি থাকা আরও এক বছর পিএসজিতেই থাকবেন তিনি। এমনই জানিয়েছে স্প্যানিশ রেডিও কাদেনা সের। এটাকে পিএসজির ড্রেসিং রুমের খবর বলে দাবি করেছে স্প্যানিশ সংবাদমাধ্যমটি।
কাদেনা সের তাদের খবরে জানিয়েছে, আপাতত এমবাপ্পের পিএসজি ছাড়ার সম্ভাবনা নেই। পিএসজির কোচ মরিসিও পচেত্তিনো ও দলের সবাইকে ক্লাবটির ক্রীড়া পরিচালক লিওনার্দো জানিয়েছেন, চুক্তি অনুযায়ী আরও এক বছর তাদের ক্লাবে থাকছেন এমবাপ্পে।
এ বছর থাকলেও আগামী মৌসুমে যে এমবাপ্পে দল ছাড়বেন, সেটা প্রায় নিশ্চিত। তার সম্ভাব্য গন্তব্য হতে পারে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টরা তাকে দলে নিতে চায় বলে এর আগে অনেকবারই সংবাদমাধ্যমে খবর এসেছে। এমবাপ্পেরও ইচ্ছা রিয়ালে পাড়ি জমানোর।
নেইমার ও মেসির দলে থাকায় ক্লাব ছাড়ার কথা ভেবে রেখেছেন তিনি। মেসি পিএসজিতে যাওয়ায় এমবাপ্পের ওপর থেকে যে কিছুটা আলো সরেছে, সেটা বলে দেওয়াই যায়। এটা নাকি এমবাপ্পের পছন্দ হচ্ছে না। দলের প্রাণ ভোমরা হয়ে থাকার সুযোগ তার নেই বললেই চলে। এ কারণেই পিএসজি বারবার বলার পরও নতুন চুক্তি বিষয়টি এড়িয়ে গেছেন এমবাপ্পে।