মেসি জাদুতে ভ্যালেন্সিয়া বাধা টপকালো বার্সেলোনা
আক্রমণ পাল্টা আক্রমণে প্রথমার্ধ শেষ। কিন্তু গোলের দেখা মিললো না। অথচ এই ম্যাচের দ্বিতীয়ার্ধে কিনা গোল বন্যা বয়ে গেল। একটি-দুটি নয়, ম্যাচে হলো পাঁচটি গোল। যেখানে বার্সার গোল তিনটি। লা লিগার শেষ দিকের লড়াইয়ে ভ্যালেন্সিয়ার বিপক্ষে কষ্টের জয় পেলো কাতালানরা।
রোববার রাতে মেস্তায়া স্টেডিয়ামে ভ্যালেন্সিয়াকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার মাঠে গেলেই খেই হারানো বার্সা এবারও পথ ভুলতে বসেছিল। লিওনেল মেসি জোড়া গোল করে বাঁচিয়েছেন দলকে। বার্সার হয়ে বাকি গোলটি করেন অঁতোয়ান গ্রিজম্যান। ভ্যালেন্সিয়ার হয়ে গোল করেন গ্যাব্রিয়েল পলিস্তা ও কার্লোস সলের।
ভ্যালেন্সিয়ার এই মাঠে বার্সেলোনার রেকর্ড একেবারেই বিবর্ণ। এই মাঠে লা লিগার সর্বশেষ তিন ম্যাচে একটিতেও জয় ছিল না মেসিদের। দুটিতে ড্র ও একটিতে হেরেছিল কাতালানরা। সব মিলিয়ে ভ্যালেন্সিয়ার বিপক্ষে শেষ ৬ ম্যাচে বার্সেলোনা মাত্র একবার জয় পেয়েছিল।
এবার স্বাগতিকদেরকে তাদের মাঠে হারিয়ে যেন গিট ছোটালেন মেসি-গ্রিজম্যানরা। এই জয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে বার্সার পয়েন্টের ব্যবধান থাকলো দুই। ৩৪ ম্যাচে ২৩ জয়ে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো। সমান ৭৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই ও তিন নম্বরে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।
ম্যাচের ৫০তম মিনিটে গোল করে ভ্যালেন্সিয়াকে এগিয়ে নেন পলিস্তা। সাত মিনিট পর পেনাল্টি পায় বার্সেলোনা। কিন্তু দুর্বল শটে গোল করতে পারেননি মেসি। ভ্যালেন্সিয়ার গোলরক্ষকও বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন। জটলার মধ্যে বল পেয়ে জোরালো শটে গোল আদায় করে নেন মেসি।
সমতায় ফিরে গতি বাড়ে বার্সেলোনার। ৬৩তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন বার্সার ফরাসি ফরোয়ার্ড গ্রিজম্যান। ৬৯ মিনিটে ভ্যালেন্সিয়ার ডি-বক্সের বাইরে ফ্রি-কিক পায় বার্সেলোনা। অসাধারণ এক শটে ভ্যালেন্সিয়ার জালে বল গড়ান মেসি। ৮৩তম মিনিটে গোল করে ব্যবধান কমান ভ্যালেন্সিয়ার স্প্যানিশ মিডফিল্ডার সলের।