মেসির গোলের পর উদযাপন না করে থাকতে পারেননি পচেত্তিনো
পিএসজিতে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো জালের দেখা পেলেন লিওনেল মেসি। সেটি আবার চ্যাম্পিয়ন্স লিগে, গত আসরের রানার আপদের বিরুদ্ধে।
প্যারিসিয়ান শিবিরের কেউ কি আর না খুশি হয়ে থাকে?
ম্যানেজার মউরিসিও পচেত্তিনো জানালেন, মেসির গোলের পর আর উদযাপন না করে থাকতে পারেননি তিনি। মেসি ও ইদ্রিসা গেয়ির গোলে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই আর্জেন্টাইন ম্যানেজার বলেন, "সত্য কথা বলতে আমি আসলে গোলের পর সাধারণত উদযাপন করি না, কিন্তু এ গোলের সময় করেছি।
"মেসিকে গোল করতে দেখে আমি অভ্যস্ত। কিন্তু এর আগে প্রতিবারই সে গোল করেছে প্রতিপক্ষ দলের হয়ে। এই প্রথম সে আমার দলের হয়ে গোল করেছে, এবং এটা দারুণ কিছু। এটা অবশ্যই উদযাপন করার মতো কিছু।
"আজকের জয়ে আমি খুবই খুশি।"
গত সপ্তাহেও আলোচনায় এসেছিলেন দুই আর্জেন্টাইন। ফরাসি লিগে লিঁও'র বিপক্ষে ম্যাচে মেসিকে আগেভাগে বসিয়ে দিলে মেসির প্রতিক্রিয়া ও নিজের সিদ্ধান্তের জন্য সমালোচিত হন পচেত্তিনো। যদিও পরবর্তীতে জানা যায়, চোটের ঝুঁকি থেকেই মেসিকে সরিয়ে নিয়েছিলেন তিনি।