মেসির অভিষেকের ম্যাচে পিএসজিকে জেতালেন এমবাপ্পে

প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) জার্সি গায়ে কবে নামবেন লিওনেল মেসি; ফরাসি ক্লাবটিতে নাম লেখানোর পর থেকেই এই অপেক্ষায় ছিলেন ফুটবল ভক্তরা। তাদের অপেক্ষা ফুরিয়েছে। রাঁসের বিপক্ষে ম্যাচ দিয়ে পিএসজিতে পথচলা শুরু করেছেন আর্জেন্টাইন ফুটবল জাদকুর।
মেসির অভিষেকের ম্যাচে পিএসজিকে দারুণ এক জয় এনে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ডের জোড়া গোলে রোববার রাতে রাঁসের মাঠে ২-০ গোলে জয় পেয়েছে পিএসজি।
রাঁসের বিপক্ষে খেলছিল পিএসজি। কিন্তু তাতে দর্শকদের নজর ছিল কমই, সবাই তাকিয়ে ছিলেন পিএসজির বেঞ্চের দিকে। সবার একই অপেক্ষা, কখন নামবেন মেসি। ম্যাচের ৬৬তম মিনিটে আসে সেই সময়। প্রিয় বন্ধু নেইমারের জায়গায় মাঠে নামেন মেসি। এর আগেই অবশ্য জোড়া গোল করে দলকে এগিয়ে নেন এমবাপ্পে।
পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে অনেক এগিয়ে ছিল পিএসজি। ৬৮ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখে তারা। গোলমুখে শট নেওয়াতেও দাপট দেখায় তারা। পিএসজির নেওয়া ১২টি শটের ৩টি ছিল লক্ষ্যে। রাঁস গোলমুখে শট নেয় ১১টি। এর মধ্যে ৪টি ছিল লক্ষ্যে, যদিও তারা পিএসজির জালের ঠিকানা পায়নি।
১৬তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। আনহেল ডি মারিয়ার বাড়ানো বলে দারুণ হেডে গোল আদায় করে নেন এমবাপ্পে। প্রথমার্ধের বাকি সময়ে গোল না পেলেও আধিপত্য বিস্তার করে খেলতে থাকে পিএসজি।
পাল্টা আক্রমণে ৬৩তম মিনিটে দল ও নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। ডান দিক থেকে আক্রমণে ওঠা আশরাফ হাকিমি কিছুটা এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দিয়ে দূরের পোস্টে বল বাড়ান। আলতো টোকায় বল জালে জড়িয়ে দেন এমবাপ্পে।