মেসির অপেক্ষায় পিএসজি

১৭ বছরের বার্সেলোনা ক্যারিয়ারে ইতি টেনে ফরাসি দল প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দিতে যাচ্ছেন ছয়বারের ব্যালন ডি'অর জয়ী মেসি। রোববার আনুষ্ঠানিকভাবে বার্সাকে বিদায় জানানোর পর আজ-কালকের মধ্যে প্যারিসে পা রাখবেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি, খবর আল জাজিরাসহ বিভিন্ন সংবাদমাধ্যমের।
বার্সেলোনায় রোববারের বিদায়ী সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত মেসি বলেছেন, 'বার্সেলোনাতে প্রথম দিন পা রাখার পর থেকে একদম শেষদিন পর্যন্ত আমি আমার সবকিছু দিয়ে খেলেছি। ক্লাবকে কখনো বিদায় জানাতে হবে, এটা কল্পনাও করিনি। ক্লাবকে ছেড়ে দিতে হবে এটা এখনো মানতে পারছি না আমি। আমি এই ক্লাবকে ভালোবাসি।'
সংবাদ সম্মেলনে মেসি কোন ক্লাবের সঙ্গে এখনো তার চুক্তি হয়নি বলে জানালেও পিএসজিতে যোগ দেয়াকে একটি 'সম্ভাবনা' হিসেবে দাবি করেছেন।
বাস্তবে পিএসজি ব্যতীত আর কোন ক্লাবই মেসিকে দলে ভেড়ানোর দৌড়ে নেই। ম্যানচেস্টার সিটি নিজেদের সরিয়ে নেওয়ার পর এখন পিএসজিই একমাত্র ক্লাব যারা মেসির বার্ষিক বেতন (সাড়ে তিন কোটি ইউরো, বাংলাদেশী মুদ্রায় ৩৪৮ কোটি টাকা) বহন করার সামর্থ্য রাখে।
'লিগ ওয়ানের জন্য দুর্দান্ত সংবাদ'
বেতন অর্ধেক কমিয়ে ক্লাবের হয়ে চুক্তি নবায়নে সম্মতি দিলেও, প্রায় ১৩ হাজার কোটি টাকার ঋণের উপর বসে থাকা বার্সেলোনা লা লিগার অর্থনৈতিক বিধি-নিষেধ অনুযায়ী তাকে নিবন্ধন করতে ব্যর্থ হয়েছে।
প্যারিসে এসে মেসি তার প্রাক্তন সতীর্থ নেইমারের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন। এই দুই জনের সঙ্গে কিলিয়ান এমবাপেকে সাথে নিয়ে বিশ্ব-ফুটবলের ইতিহাসের সবচেয়ে তারকাখচিত ত্রয়ীগুলোর একটিকে মাঠে নামাতে যাচ্ছে পিএসজি।
পিএসজিতে জাতীয় দলের সতীর্থ আনহেল ডি মারিয়ার সাথেও পুনর্মিলিত হবেন মেসি। এদিকে পিএসজির দায়িত্বে আছেন মেসির স্বদেশী কোচ মউরিসিও পচেত্তিনো, যার ক্যারিয়ারও শুরু হয়েছিল আর্জেন্টাইন ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজে।
মেসির আগমনের সংবাদে এরই মধ্যে ফরাসি লিগের অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মেসি-গুঞ্জন নিয়ে মেটজ কোচ ফ্রেডেরিক অ্যানতোনেত্তি বলেন, 'লিগ ওয়ানের জন্য এটা খুবই দারুণ সংবাদ। কিন্তু একজন বিশুদ্ধবাদী হিসেবে আমি মনে করি, মেসির উচিত ছিল বার্সেলোনাতেই তার ক্যারিয়ার শেষ করা।'
এই গ্রীষ্মে ইতোমধ্যে পিএসজি বেশ কিছু দুর্দান্ত দলবদল সম্পন্ন করেছে। সাবেক রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস, ইউরোজয়ী ইতালিয়ান গোলকিপার জিয়ানলুইজি ডোনারুমা, সাবেক লিভারপুল মিডফিল্ডার জর্জিনিয়ো ওয়াইনাল্ডাম ও সিরি আ-জয়ী ফুলব্যাক আশরাফ হাকিমিকে এরইমধ্যে দলে ভিড়িয়েছে প্যারিসিয়ানরা।
ফরাসি লিগে পিএসজির চিরপ্রতিদ্বন্দ্বী মার্সেইয়ের ম্যানেজার, হোর্হে সাম্পাওলি মেসির গুঞ্জনে ভালোই উচ্ছ্বসিত, 'এটা লিগ ওয়ানের জন্য দুর্দান্ত হবে। মেসি বিশ্বের সেরা ফুটবলার। গত কয়েক বছরে ফরাসি ফুটবল অনেক দূর এগিয়েছে। মেসি মার্সেই ব্যতীত অন্য কোন ক্লাবে গেলেও আমি মনে করি, এটা আমাদের জন্য ভালো। লিগের সবাই খুশি হবে। ওর (মেসির) বিপক্ষে খেলাটা আমাদের জন্য একটি বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।'
- সূত্র: আল জাজিরা