মেসিময় ম্যাচে বার্সার দারুণ প্রস্তুতি
কঠিন সময়ই গেছে তার। বার্সেলোনা ছাড়তে চেয়ে কম ঝামেলা পোহাতে হয়নি লিওনেল মেসিকে। তবু বার্সা ছাড়া হয়নি। মনের বিরুদ্ধেই আরও এক মৌসুম কাতালান ক্লাবটিতে থেকে যাওয়ার ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।
ইচ্ছার বিরুদ্ধে থাকলেও বার্সার জার্সিতে সেই আগের মেসিই আছেন। প্রাক-মৌসুমের প্রথম প্রস্তুতি ম্যাচে গোলশূন্য থাকলেও দ্বিতীয় ম্যাচে জাদুকর মেসির দেখাই মিলেছে।
ইয়োহান ক্রইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মেসির জোড়া গোলে জিরোনাকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। বার্সার হয়ে বাকি গোলটি করেন ফিলিপে কোটিনহো। জিরোনার হয়ে একমাত্র গোলটি করেন স্যামুয়েল সেইজ।
পুরো ম্যাচে দাপটের সঙ্গেই খেলেছে বার্সা। বল দখলের লড়াইয়ে জিরোনার থেকে অনেক এগিয়ে ছিল কাতালানরা। ম্যাচের ২১ মিনিটে গোল করে দলকে এগিয়ে কোটিনহো।
প্রথমার্ধের শেষ মিনিটে ভিন্ন এক মেসির দেখা মেলে। সাধারণত বাম পায়ের জাদুতেই প্রতিপক্ষকে বোকা বানান তিনি। কিন্তু এই ম্যাচে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে বল জালে জড়ান বার্সা অধিনায়ক।
দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নিতেও বেশি সময় অপেক্ষা করতে হয়নি মেসিকে। ৫১তম মিনিটে বাম পায়ের শটে আরেকটি গোল করেন তিনি। আগামী ২৭ সেপ্টেম্বর ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার ২০২০-২১ মৌসুম শুরু করবে বার্সেলোনা।