মেসিদের হোম ভেন্যুর নাম স্বত্ব দান করছে বার্সেলোনা

ক্লাবের অবস্থা মোটেও ভালো নয়। ঋণে জর্জরিত অবস্থা। করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে গেছে খেলা। তাতে আয়ের পথও পুরোপুরি বন্ধ। সঙ্কটময় এই অবস্থায় খেলোয়াড়দের বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা। নিজেদের এমন দুঃসময়েও বিরাট উদ্যোগ নিল স্প্যানিশ জায়ান্টরা।
করোনাভাইরাস দুর্গতের সাহায্যে হোম ভেন্যু ক্যাম্প ন্যুয়ের নাম স্বত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। ২০২০-২১ মৌসুমের নাম স্বত্ব বিক্রি করতে যাচ্ছে লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের ক্লাব। এখান থেকে অর্জিত অর্থের পুরোটাই করোনাভাইরাস মোকাবিলায় খরচ করা হবে।
এ বিষয়ে বার্সেলোনার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, 'স্টেডিয়ামের নাম স্বত্ব বিক্রি থেকে পাওয়া অর্থের পুরোটাই খরচ করা হবে ফান্ড রিসার্চ প্রজেক্ট এবং বিশ্বব্যাপী মহামারীর বিপক্ষে চলমান যুদ্ধে।'
বিবৃতিতে আরও বলা হয়, 'ফুটবল ক্লাব বার্সেলোনা এবং বার্সা ফাউন্ডেশন এটাকে প্রয়োজন মনে করেছে। কারণ এই সময়ে মানবতার পাশে দাঁড়ানোই মূল কাজ। এ লড়াইয়ে জেতার জন্য নিজেদের সবকিছুই ব্যবহার করতে প্রস্তুত আছে বার্সেলোনা।'
নাম স্বত্ব থেকে অর্জিত অর্থ বার্সেলোনার চ্যারিটিবল ফাউন্ডেশনে দান করা হবে। করোনা মোকাবিলায় অর্থ খরচের বিষয়টি তদারকিও করবে এই ফাউন্ডেশন।
বর্তমানে ৯০ হাজার দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামটি ১৯৫৭ সালে চালু হয়। চালুর পর থেকে স্টেডিয়ামটি ক্যাম্প ন্যু নামে পরিচিত। ৬৩ বছরের ইতিহাসে কখনও এই স্টেডিয়ামের নাম বদলায়নি।