মেসিকে বরণ করে নেওয়ার রাতে এমবাপ্পেকে দুয়ো

লিওনেল মেসিকে পেয়ে ঘরের ছেলে কিলিয়ান এমবাপ্পেকে পর করে দিলো প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সমর্থকরা? শনিবার রাতের ঘটনার পর এমনই মনে হতে পারে।
ঘরের মাঠে স্ত্রাসবুর্গের বিপক্ষে ম্যাচ খেলতে নেমেছিল পিএসজি। এই ম্যাচ না খেললেও মাঠে হাজির হয়েছিলেন মেসি, সার্জিও রামোসসহ পিএসজিতে নতুন যোগ দেওয়া ফুটবলাররা। উৎসবের রঙে তাদেরকে বরণ করে নেওয়া হয়। আর এই উৎসবের পরিবেশের মাঝেই এমবাপ্পেকে দুয়ো দিয়েছেন পিএসজি সমর্থকরা।
মেসি-রামোসকে পেয়ে এমবাপ্পেকে ভুলে যাচ্ছেন পিএসজি সমর্থকরা, ব্যাপারটা এমন নয়। ঘরের ছেলের প্রতি তাদের ভালোবাসার কমতি নেই। এমন হওয়ার পেছনে এমবাপ্পের অবস্থান কাজ করছে।
পিএসজি নতুন চুক্তি নিয়ে এমবাপ্পের সঙ্গে আলোচনা চালালেও তাতে সায় দিচ্ছেন না ফরাসি এই ফরোয়ার্ড। তার ক্লাব ছাড়ার সম্ভাবনা তৈরি হওয়ার কারণেই মূলত দুয়ো দিয়েছেন পিএসসি সমর্থকরা।

মেসি পিএসজিতে নাম লেখানোয় দারুণ এক ত্রয়ীর ফুটবল সৌন্দর্য দেখার অপেক্ষায় পিএসজি সমর্থকরা। মেসি-নেইমার-এমবাপ্পেকে নিয়ে 'এমএনএম' ত্রয়ীর বিশ্ব শাসনের কল্পনা আঁকছেন অনেকেই।
এ পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এমবাপ্পের মনোভাব। কখনও পিএসজি ছাড়ার কথা না জানালেও নতুন চুক্তির বিষয়টি এড়িয়ে যাচ্ছেন এমবাপ্পে। এটাই পিএসজি সমর্থকদের বিগড়ে দিয়েছে। যদিও দুয়ো কনে তোলেননি এমবাপ্পে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ৪-২ গোলে জয়ে একটি গোল করেছেন তিনি।
পিএসজি বরাবরই এমবাপ্পেকে ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী। এমবাপ্পে কোথাও যাচ্ছেন না বলে এর আগে বেশ কয়েকবার জানিয়েছে ক্লাবটি। মেসি পিএসজিতে যোগ দেওয়ার পর ফরাসি ক্লাবটির চেয়ারম্যান নাসের আল খেলাইফি জানিয়েছেন, মেসি পিএসজিতে আসার পর এমবাপ্পের আর ক্লাব ছাড়ার কোনো অজুহাত থাকতে পারে না।