মুশফিককে সতর্কবার্তা বিসিবির, মিডিয়ায় কথা বলতে মানা
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর ভাষায় বিশ্রাম, কিন্তু মুশফিকুর রহিমের ভাষায় তা বাদ দেওয়া। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ায় মুশফিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টির পরপরই অনুষ্ঠিত হয় শুনানি। অভিজ্ঞ এই ক্রিকেটার কারণ দর্শানোর পর তাকে সতর্ক করে দিয়েছে বিসিবি। সংবাদমাধ্যমে কথা বললেও মানা করা হয়েছে তাকে।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের স্কোয়াডে জায়গা হারিয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। লিটন দাস, সৌম্য সরকার, রুবেল হোসেনদের বাদ দেওয়া হলেও মুশফিককে বিশ্রাম দেওয়ার কথা জানানো হয়। আগামীতে টেস্ট ম্যাচের কথা বিবেচনা করে মুশফিককে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানান মিনহাজুল আবেদীন নান্নু।
যদিও মুশফিকের বক্তব্যে মনে হয়েছে, প্রধান নির্বাচকের যুক্তি রীতিমতো হাস্যকর। দল ঘোষণার পরদিনই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। ডানহাতি এই ব্যাটসম্যানের দাবি, নির্বাচকদের সঙ্গে আলাপকালে তিনি তার অবস্থান জানিয়েছিলেন। খেলার জন্য যে তিনি প্রস্তুত, সেটা নির্বাচকদের জানান তিনি। বিশ্রামের কোনো আলোচনাই ছিল না সেখানে। এ ছাড়াও দল নির্বাচনের প্রক্রিয়া নিয়ে কথা বলেন তিনি।
যা ভালোভাবে নেয়নি বিসিবি। কারণ দর্শানোর নোটিশ পাঠিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে ডাকা হয় মুশফিককে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানের রুমে বসে বাংলাদেশের ম্যাচের শেষের অংশ দেখেন সিনিয়র এই ক্রিকেটার। অনানুষ্ঠানিক শুনানিতে আকরাম খান, প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী ও তিন নির্বাচক উপস্থিত ছিলেন।
বিভিন্ন আলোচনার পাশাপাশি সংবাদমাধ্যমে মুশফিকের বক্তব্য নিয়ে কথা হয় তাদের মধ্যে। মুশফিক নিজের অবস্থান তুলে ধরেন। এরপর ক্রিকেট পরিচালনার চেয়ারম্যান হিসেবে মুশফিককে সতর্ক করে তাকে সংবাদমাধ্যমে কথা বলতে মানা করেন আকরাম খান। এ নিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগ কিংবা মুশফিকের সঙ্গে যোগাযোগ করা হলেও কারও মন্তব্য পাওয়া যায়নি।
২০০৮ সালের পর প্রথমবারের মতো কোনো ফরম্যাট থেকে বাদ পড়ার অভিজ্ঞতা হলো মুশফিকের। বিশ্বকাপ ব্যর্থতার পর দলে পরিবর্তনের আভাস মিললেও মুশফিকের বাদ পড়ার ব্যাপারটি বিস্ময়ের। যদিও বিশ্বকাপে ব্যাট হাতে নিজের ছায়া হয়ে ছিলেন তিনি। ৮ ম্যাচে ২০.৫৭ গড়ে ১৪৪ রান করেন মুশফিক। এর আগে নিউজিল্যান্ড সিরিজেও ব্যর্থ ছিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার।