মিরপুরে পতাকা ওড়ানোর ব্যাখ্যা দিল পাকিস্তান
ছয় বছর পর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। এই সফরে বাংলাদেশের বিপক্ষে দিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে বাবর আজমের দল। ১৯ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। মাঠের লড়াই শুরুর আগে ভিন্ন একটি কারণে সামাজিক যোগাযোগমাধ্যম উত্তাল হয়ে ছিল।
মিরপুরের একাডেমি মাঠে পাকিস্তানের পতাকা গেড়ে অনুশীলন করার ছবি ভাইরাল হয়ে যায়। এ নিয়ে পক্ষে-বিপক্ষে মত দিয়েছেন অনেকেই। অনেকের দৃষ্টিতেই বিষয়টি ছিল অনুচিত, কেউ কেউ আবার স্বাভাবিকভাবেই নিয়েছেন। কদিন পরে এসে পতাকা ওড়ানোর কারণ ব্যাখ্যা করেছে পাকিস্তান দল।
প্রথম টি-টোয়েন্টির আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পাকিস্তানের মিডিয়া ম্যানেজার ইব্রাহিম বাদিস জানান, সাকলাইন মুস্তাক কোচের দায়িত্ব নেওয়ার পর এই রীতি চালু হয়েছে। দলকে উজ্জীবিত রাখতে সব সিরিজেই পতাকা উড়িয়ে অনুশীলন করিয়ে আসছেন সাকলাইন।
সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে পতাকার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়। কিন্তু এর উত্তরে কথা বলেন দলটির মিডিয়া ম্যানেজার। তিনি বলেন, 'আগেও বলেছি, সাকলাইন মুস্তাক কোচ হওয়ার পর থেকে তার কোচিং দর্শন হলো, মাঠে পতাকা লাগিয়ে রাখলে প্রেরণা মেলে ও উজ্জীবিত হওয়া যায়। সাকলাইন পাকিস্তান দলে যোগ দেওয়ার পর থেকেই এটা হচ্ছে, তা নিউজিল্যান্ড সিরিজে হোক বা বিশ্বকাপে কিংবা এখানে।'
গত শনিবার ঢাকা এসে পৌঁছায় পাকিস্তান দল। একদিনের বিশ্রামের পর সোমবার থেকে অনুশীলন শুরু করে তারা। এদিন একাডেমি মাঠের নেটের দুই পাশে দুটি পতাকা গেড়ে অনুশীলন শুরু করে পাকিস্তান। প্রতিদিনই তারা এভাবে অনুশীলন করে আসছে। তবে বাংলাদেশে আগে কখনও কোনও সফরকারী দল এভাবে নিজ দেশের পতাকা উড়িয়ে অনুশীলন করেনি।