মায়ের দেশ শ্রীলঙ্কায় অপেক্ষা ফুরোবে সাইফের?
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে কঠিন পরীক্ষাই দিতে হয়েছিল সাইফ হাসানকে। উদ্বোধনী জুটিতে তামিম ইকবালের সঙ্গী হিসেবে সাইফ এবং সাদমান ইসলাম অনিককে বাজিয়ে দেখে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট। প্রস্তুতি ম্যাচ শেষে সাদমানকে বেছে নেওয়া হয়। দুই ম্যাচের টেস্ট সিরিজে দর্শক হয়ে থাকতে হয় সাইফকে।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা গেছে বাংলাদেশ। এই সিরিজেও সাইফকে পরীক্ষা দিতে হবে। দুটি দুই দিনের প্রস্তুতি ম্যাচের পর তার এবং সাদমানের মধ্য থেকে একজনকে বেছে নেওয়া হবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর আয়ারল্যান্ড 'এ' দল ও জাতীয় লিগে ব্যাট হাতে রানের দেখা পাওয়া সাইফ অবশ্য সবকিছুর জন্য প্রস্তুত।
শ্রীলঙ্কায় পৌঁছেই তিনদিনের কোয়ারেন্টিনে চলে যেতে হয় বাংলাদেশকে। তিনদিনের কোয়ারেন্টিন শেষে বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করেছেন তামিম, মুমিনুল, মুশফিকরা। অনুশীলনে দলের বিভিন্ন দিক নিয়ে কথা বলে দলে ফেরার অপেক্ষায় থাকা সাইফ হাসান।
শ্রীলঙ্কা সাইফের আপন জায়গাই। তার মায়ের বাড়ি শ্রীলঙ্কাতে। বাবা-মায়ের অমতে সাইফের বাবাকে বিয়ে করেন তার মা। পরিবার মেনে না নেওয়ায় আর কখনও শ্রীলঙ্কা যাননি সাইফের মা। সাইফও কখনও যাননি তার নানাবাড়ি। এবার বাংলাদেশ দলের সঙ্গে মায়ের দেশে গিয়ে ভালো কিছু করার অপেক্ষায় তিনি।
ডানহাতি এই ব্যাটসম্যান সুযোগের অপেক্ষায়। শ্রীলঙ্কায় সুযোগ পেলে তা কাজে লাগাতে চান তিনি, 'রান করলে অনেক আত্মবিশ্বাস থাকে। আমার মনে হয় ব্যাটিং ও ফিটনেস অনুশীলন খুব ভালো ছিল। জাতীয় দলের সাথে যতদিন ছিলাম, ভালো প্র্যাকটিস সেশন ছিল ব্যাটিংয়ে, ফিটনেসে। সব মিলিয়ে প্রস্তুতি খুব ভালো। আত্মবিশ্বাসও খুব ভালো আছে। যদি সুযোগ পাই, কাজে লাগানোর চেষ্টা করব।'
আয়ারল্যান্ড 'এ' দলের বিপক্ষে রান পাওয়া সাইফ জাতীয় লিগে ছিলেন দারুণ সফল। দুই ম্যাচেই তার ব্যাটে রান ছিল। প্রথম ম্যাচে সেঞ্চুরির পর দ্বিতীয় ম্যাচের দুই ইনিংসে ৪২ ও ৬৪ রান করেন তরুণ প্রতিভাবান এই ব্যাটসম্যান। এসব পারফরম্যান্স শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে কাজে আসবে বলেই বিশ্বাস সাইফের।
বাংলাদেশ ওপেনার বলেন, 'ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময় খুব ভালো প্রস্তুতি হয়েছিল আমাদের। আমরা যারা বাইরে ছিলাম, খুব ভালো অনুশীলন করি। এরপর আমরা আয়ারল্যান্ড অনূর্ধ্ব-২৩ এর বিপক্ষে যখন খেলেছি, ওখানেও একটা ভালো সিরিজ হয়েছে। এখানে আসার আগে জাতীয় লিগটা খুব ভালো একটা প্রস্তুতি ছিল আমাদের জন্য। তো সব মিলিয়ে খুব ভালো একটা প্রস্তুতি হয়েছে। আশা করি ওই পারফরম্যান্সগুলা এখানে কাজে লাগবে।'
শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচ খেলে ওখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার অপেক্ষায় সাইফরা। তিনি বলেন, 'অনুশীলন ম্যাচ আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ। এটাই আমাদের সুযোগ এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার। উইকেট কেমন হতে পারে, এ ম্যাচটা খেলে আমাদের বুঝতে হবে। আমার মনে হয় ম্যাচের মধ্যে এবং প্রত্যেকটা প্র্যাকটিস সেশন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রতিদিনই খুব গুরুত্বপূর্ণ।'
গত বছর পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশ দলে অভিষেক হয় সাইফ হাসানের। এরপর অবশ্য নিয়মিত খেলা হয়নি তার। বাংলাদেশের জার্সিতে দুটি টেস্ট খেলেছেন তরুণ ডানহাতি এই ব্যাটসম্যান। সর্বশেষ গত বছরের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলেন সাইফ।