মাহরেজ জাদুতে স্বপ্নের ফাইনালে ম্যান সিটি
প্রথম লেগে ফ্রি কিকের দুর্দান্ত এক গোল। দ্বিতীয় লেগে ঘরের মাঠে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) সব প্রতিরোধ যেন গুঁড়িয়ে দিতে চাইলেন রিয়াদ মাহরেজ। ইতিহাদ স্টেডিয়ামে প্রবল তুষারপাতও বাধা হলো না, ম্যানচেস্টার সিটির আলেজরিয়ান এই ফরোয়ার্ডের কাছে অসহায় আত্মসমর্পণ করতে হলো নেইমারদের। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলো ম্যান সিটি।
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠে পিএসজিকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে স্বপ্নের ফাইনালে উঠে গেল পেপ গার্দিওলার শিষ্যরা। ইউরোপ সেরা টুর্নামেন্টে ম্যান সিটির দীর্ঘ অপেক্ষার অবসানে মাহরেজ থাকলেন নায়কের ভূমিকায়। পিএসজির মাঠে ২-১ গোলের জয়ে এক গোল করা এই ফরোয়ার্ড দ্বিতীয় লেগে করলেন জোড়া গোল।
ঘরের মাঠেই ২-১ গোলে হেরে চাপের বোঝা মাথায় নিয়ে ইংল্যান্ডে উড়ে গিয়েছিল পিএসজি। দ্বিতীয় লেগে কেবল জিতলেই হতো না, ব্যবধান রাখতে হতো যথেষ্ট। এমন ম্যাচে এমবাপ্পেবিহীন পিএসজিকে লড়াই করার সুযোগই দিলো না ইংলিশ লিগ জেতার দ্বারপ্রান্তে থাকা ম্যান সিটি।
গার্দিওয়লার তত্ত্বাবধানে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালে ওঠে ম্যান সিটি। উড়তে থাকা দলটি এবার পা বাড়ালো পরের ধাপে। দলের অপেক্ষার কাছে অবশ্য কোচ গার্দিওলার অপেক্ষা তেমন কিছুই নয়। ১৯৭০ সালে ইউরোপিয়ান কাপের (চ্যাম্পিয়ন্স লিগের আগের নাম) শিরোপা জেতার পর প্রথমবারের মতো এই আসরের ফাইনালে উঠলো দলটি।
তুষারে মাঠের বেশিরভাগ অংশ ঢেকে ছিল। প্রথমার্ধে এর মধ্যেই খেলতে হয় দুই দলকে। যে কারণে ছন্দময় ফুটবল খেরতে পারছিল না কোনো দলই। দ্বিতীয়ার্ধে তুষারপাত থামলেও শুরু হয় বৃষ্টি। কিন্তু বৈরী আবহাওয়াও ম্যান সিটিকে থামাতে পারেনি। গতিময় ফুটবলে পিএসজির রক্ষণ চূর্ণ করে অসাধারণ জয় তুলে নিলো ইংলিশ ক্লাবটি।
শুরুটা ভালো হলেও সেই ধারায় বেশি সময় থাকা হয়নি পিএসজির। ম্যাচের ১১তম মিনিটে দারুণ এক গোলে ম্যান সিটিকে এগিয়ে নেন উড়তে থাকা মাহরেজ। পাল্টা আক্রমণে পিএসজির ডি-বক্সের বাইরে থেকে শট নেন কেভিন ডি ব্রুইনে। ম্যান সিটির বেলজিক এই মিডফিল্ডারের শট পিএসজির মার্কিনিয়োসের পায়ে লেগে বি-বক্সের ডান দিকে চলে যায়। এগিয়ে গিয়ে দারুণ শটে জালে বল জড়ান মাহরেজ।
এরপর আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ এগোয়। ৬৩তম মিনিটে গিয়ে দ্বিতীয় গোলের দেখা পায় ম্যান সিটি। ডি-বক্সের মধ্যে ফোডেনের পাস থেকে বল পেয়ে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন মেহরাজ। দুই গোল করে খেই হারিয়ে বসে পিএসজির ফুটবলাররা। ৬৯ মিনিটে অহেতুক ফাউল করে লাল কার্ড দেখেন আনহেল ডি মারিয়া। পরের সময়েও ফাউল করে খেলতে থাকে পিএসজির ফুটবলাররা। কিন্তু কোনো চেষ্টাতেই ম্যান সিটির জালে বল পাঠাতে পারেনি তারা।