মাশরাফির একটাই আওয়াজ ‘বাংলাদেশ’

দীর্ঘ ক্যারিয়ারে ইনজুরির কারণে অনেক সিরিজেই খেলা হয়নি মাশরাফি বিন মুর্তজার। কিন্তু কখনও পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েননি ওয়ানডের সফলতম অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই অভিজ্ঞতাই হয়েছে তার। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে দলে রাখা হয়নি মাশরাফিকে।
দলে সুযোগ না পেলেও বাংলাদেশ দল নিয়ে তার আবেগ আগের মতোই। প্রিয় দল ২০ জানুয়ারি প্রথম ওয়ানডে খেলতে মাঠে নামছে, এটা ভালো করেই মাথায় আছে মাশরাফির। প্রথম ওয়ানডের আগে দলকে শুভ কামনা জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
মাশরাফির ভাষায় আওয়াজ একটাই, সেটা 'বাংলাদেশ'। ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে অভিজ্ঞ এই ক্রিকেটার লিখেছেন, 'বাংলাদেশের ক্রিকেট ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিয় ক্রিকেট দল কাল মাঠে নামছে। পুরো দলের প্রতি রইলো শুভ কামনা। আওয়াজ একটাই-বাংলাদেশ।'
করোনাভাইরাসের কারণে দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। নতুন শুরু হচ্ছে তামিম ইকবালেরও। অধিনায়কত্ব পাওয়ার পর বাংলাদেশকে প্রথমবারের মতো নেতৃত্ব দিতে যাচ্ছেন অভিজ্ঞ এই ওপেনার।
অধিনায়ক তামিমের জন্য মাশরাফি জানিয়েছেন 'স্পেশাল' ভালোবাসা ও দোয়া। তিনি লিখেছেন, 'তামিম ইকবাল খানের জন্য রইলো স্পেশাল ভালোবাসা এবং দোয়া। সকল চাপকে বুড়ো আঙুল দেখিয়ে সব সময়ের মতো বিজয়ী হয়ে আসবে, এই দোয়াই করছি। নতুন শুরুর জন্য শুভ কামনা।'
সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১১টায় শুরু হবে। পরের ওয়ানডে মিরপুরেই অনুষ্ঠিত হবে ২২ জানুয়ারি। আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ক্যারিবীয়দের মুখোমুখি হবে তামিম ইকবালের দল।