মার্কিন লিগে অভিষেক বেকহাম-পুত্রের

রাইট উইংয়ে বেকহাম নামের এক ফুটবলার, খেলছেন মার্কিন দর্শকদের সামনে; শোনা শোনা লাগছে না?
রোববার মার্কিন ফুটবলের তৃতীয় স্তরের ক্লাব ফোর্ট লডারডেলের জার্সিতে অভিষিক্ত হয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহামের ছেলে রোমিও বেকহাম ।
বেকহামের মালিকানাধীন মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির রিজার্ভ দল হচ্ছে লডারডেলে।
রোববার সাউথ জর্জিয়া টরমেন্টার বিপক্ষে বিখ্যাত বাবার মিডফিল্ড পজিশনে নেমেই ম্যাচটি শুরু করেছিলেন রোমিও। ২-২ গোলে ড্র হয়েছে এই ম্যাচ।
ম্যাচশেষে রোমিও ইনস্টাগ্রামে লিখেন, "আজ রাতে প্রো (প্রফেশনাল) অভিষেক করতে পেরে আমি ধন্য।"
ম্যাচে কোনো গোল বা অ্যাসিস্টের দেখা না পেলেও ভালোই খেলেছেন এই ১৯ বছর বয়সী। ভালো কিছু পাসের মাধ্যমে দলের জন্য কিছু সুযোগও তৈরি করতে সক্ষম হয়েছেন তিনি। ম্যাচের ৭৯ মিনিটে বদলি করে দেওয়া হয় জুনিয়র বেকহামকে।
২০০৭ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে হুট করে মার্কিন দল এলএ গ্যালাক্সিতে যোগ দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন বেকহাম সিনিয়র। গ্যালাক্সির হয়ে ২০১১ ও ২০১২ সালে টানা দুইবার লিগ শিরোপা জিতেছেন বেকহাম।
২০১৯ সালে গ্যালাক্সির স্টেডিয়ামের বাইরে বেকহামের সম্মানে একটি ভাস্কর্যও স্থাপন করে ক্লাব কর্তৃপক্ষ।
- সূত্র: বিবিসি