মাঠে ঢুকে মুস্তাফিজের পায়ে চুমু খেলেন ভক্ত
হঠাৎ-ই শোরগোল। সবার চোখ আটকে গেল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উত্তর গ্যালারির দিকে। কয়েকজন মাঠকর্মী ছুটছেন, তাদের ফাঁকি দিয়ে মাঠে ঢোকার পাণান্ত চেষ্টা এক দর্শকের। চার-পাঁচজন মিলেও শেষ পর্যন্ত পারলেন না তাকে আটকাতে। জৈব সুরক্ষা বলয় ভেঙে সবাইকে ফাঁকি দিয়ে মাঠে ঢুকে মুস্তাফিজুর রহমানের পায়ে চুমু খেলেন এক ভক্ত।
শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলছে। ১৩তম ওভারের খেলা শেষ, নতুন ওভার করার জন্য বোলিং প্রান্তে পৌঁছেছেন মুস্তাফিজ। এমন সময় উত্তর গ্যালার দিকে সবার নজর আটকে যায়। বাউন্ডারি রোপের বাইরে একজনকে ধরার চেষ্টা করছিলেন মাঠকর্মীরা।
মুস্তাফিজ ভক্তের ক্ষীপ্রতার সঙ্গে কুলিয়ে উঠতে পারেননি মাঠকর্মীরা। শরীরের দোলায় সবাইকে ফাঁকি দিয়ে বাউন্ডারি ব্যানারের ওপর দিয়ে লাফিয়ে মাঠে ঢুকে পড়েন তিনি। মুস্তাফিজ এটা দেখে দৌড়ে দলের অন্যান্য ক্রিকেটারের কাছে যাচ্ছিলেন। এর মধ্যে মুস্তাফিজের কাছে পৌঁছে যান তিনি। গিয়েই উপুড় হয়ে বসে মুস্তাফিজের পায়ে চুমু দেন তিনি। এ সময় ভক্তের মাথায় হাত বুলিয়ে দেন মুস্তাফিজ।
ততক্ষণে মাঠে পৌঁছে যান নিরাপত্তাকর্মীরা। নিয়ম ভেঙে মাঠে ঢুকে পড়া এই দর্শককে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে। মাঠ ছাড়ার সময় গ্যালারির দিকে দুই হাত উচিয়ে যেন দর্শকদের অভ্যর্থনার জবাব দিচ্ছিলেন দেন। তার শারীরিক ভাষা বলছিল, প্রিয় ক্রিকেটারের সান্নিধ্যে গিয়ে কিছু একটা জয়ই করে ফেলেছেন তিনি। তাকে বাইরে নিয়ে গিয়ে পুলিশ কন্ট্রোল রুমে রাখা হয়। ১৪তম ওভারের এক বল করার পর করোনা পরীক্ষার জন্য মুস্তাফিজকেও মাঠ থেকে বের করে নেওয়া হয়।
এই কাজ করতে বড় ঝুঁকিই নিতে হয়েছে মুস্তাফিজ ভক্তকে। উত্তর গ্যালারির উপরের অংশে বসে খেলা দেখছিলেন তিনি। ওখান থেকে লাফিয়ে নিচে নামেন এই ভক্ত। নিচের গ্যালারিতে নেমে বেশ উঁচু কাটা তারের প্রাচীর টপকান তিনি। এরপর বাউন্ডারি লাইনের বাইরে কিছুক্ষণ দৌড়াদৌড়ি করে মাঠকর্মীদের ফাঁকি দিয়ে মাঠে প্রবেশ করেন এই মুস্তাফিজ ভক্ত।
বাংলাদেশের ক্রিকেট মাঠে ঢুকে পড়ার ঘটনা এবারই প্রথম নয়। ২০১৬ সালে মিরপুর স্টেডিয়ামের মাঠে ঢুকে মাশরাফি বিন মুর্তজাকে জড়িয়ে ধরেন এক দর্শক। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একইভাবে মাঠে ঠুকে পড়েন মুশফিকুর রহিমের এক ভক্তর। আর চট্টগ্রামে মাঠে ঢুকে হাঁটু গেড়ে বসে সাকিব আল হাসান ফুল দেন তার এক ভক্ত।