ভেঙে যাচ্ছে জৈব সুরক্ষা বলয়, হোটেল ছাড়ছেন ক্রিকেটাররা
বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের ভাগ্য এখনও অন্ধকারে। কোয়ারেন্টিনের সময় ও স্বাস্থ্য বিধির জটিলতায় দিন পার হয়ে যাচ্ছে, কিন্তু সফর নিয়ে কোনো অগ্রগতি নেই। বিসিবি এখনও শ্রীলঙ্কা ক্রিকেটের সিদ্ধান্তের অপেক্ষায়। এমন অবস্থায় জাতীয় দলের অনুশীলনে তিন দিনের বিরতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ সময়ে থাকছে না জৈব সুরক্ষা বলয়ও। যে কারণে ক্যাম্পের অংশ হিসেবে ক্রিকেটারদের সোনারগাঁও হোটেলে থাকতে হচ্ছে না। ক্রিকেটাররা নিজেদের সুবিধার মতো নিজ বাসায় ফিরতে শুরু করেছেন। ঢাকার বাইরে থাকা ক্রিকেটাররা চাইলে মিরপুরের একাডেমি ভবন অথবা নিজ বাড়িতে ফিরে যেতে পারবেন। তবে এ কদিন বিসিবির দেওয়া নির্দেশনা মেনে চলতে হবে তাদের।
বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। করোনা পরীক্ষার পর আগামী ৩০ সেপ্টেম্বর সোনারগাঁও হোটেলে উঠতে পারেন স্কিল ক্যাম্পে ডাক পাওয়া ২৭ ক্রিকেটার। ১ অক্টোবর থেকে আবারও দলীয় অনুশীলন শুরু হতে পারে। তবে বিরতির সময়ে ব্যক্তিগত অনুশীলন করতে পারবেন ক্রিকেটাররা।
শ্রীলঙ্কা সফর এখনও নিশ্চিত নয়। উল্টো অনিশ্চয়তা বেড়েছে। পূর্ব নির্ধারিত সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার সিরিজ অনুষ্ঠিত হচ্ছে না, এটা নিশ্চিত। কোয়ারেন্টিন ও স্বাস্থ্য বিধি নিয়ে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে শ্রীলঙ্কা ক্রিকেট আরও দুই-তিন দিন সময় নেবে। সফরের আগে সময় পাওয়া যাচ্ছে বলে ক্রিকেটারদের তিন দিনের বিশ্রাম দেওয়া হয়েছে।
দেবাশীষ চৌধুরী বলেন, 'শ্রীলঙ্কা সফর এখনও নিশ্চিত নয়। সামনে সময় পাওয়া যাবে। ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে তাদেরকে আমরা ৩ দিনের ছুটি দিচ্ছি। এ সময় চাইলে তারা নিজেদের বাসায় থাকতে পারবে। যারা ঢাকার বাইরের, তারা একাডেমি ভবনে থাকতে পারবে।'
অনুশীলন শুরুর আগে আবারও জৈব সুরক্ষা বলয় তৈরি করা হবে। এরআগে ক্রিকেটারদের করোনা পরীক্ষা হবে। বিরতিতে থাকা অবস্থায় বিসিবির মেডিকেল বিভাগের দেওয়া নির্দেশনা মেনে চলতে হবে ক্রিকেটারদের।
দেবাশীষ চৌধুরী বলেন, 'ক্রিকেটারদের আমরা নির্দেশনা দিয়ে দিয়েছি। সেই মোতাবেক তারা এ কদিন থাকবে। এরপর করোনা পরীক্ষার পর জৈব সুরক্ষা বলয় তৈরি করে ক্রিকেটারদের হোটেলে তুলব আমরা। ক্রিকেটারা হোটেল ছাড়লেও কোচরা সেখানেই থাকবেন।'
ঢাকায় বসবাসরত ক্রিকেটাররা নিজে বাসাতেই থাকবেন। যেসব ক্রিকেটার ঢাকার বাইরের, তারা একাডেমি ভবনে উঠবেন। নাজমুল হোসেন শান্ত, নাঈম হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদরা একাডেমি ভবনে থাকবেন বলে জানা গেছে। বিরতির এই সময়ে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং ওটিস গিবসন, ফিল্ডিং কোচ রায়ান কুক, ট্রেনার নিক লি ও ফিজিও জুলিয়ান ক্যালেফাতো হোটেলেই থাকবেন।
এরআগে অনুশীলনের বিরতির বিষয়টি নিয়ে কথা বলেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, 'আমরা তিনদিনের বিরতি দিয়েছি। তিন দিন পর বাংলাদেশ আবার অনুশীলন শুরু করবে। দুই-তিন দিনের মধ্যে হয়তো শ্রীলঙ্কা থেকে সিদ্ধান্ত আসবে।
শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে স্কিল ক্যাম্পের জন্য ২৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। স্কিল ক্যাম্পের স্কোয়াড বলা হলেও এটা মূলত শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দল। ২৭ ক্রিকেটারকে নিয়ে গত ২০ সেপ্টেম্বর থেকে শুরু হয় দলীয় অনুশীলন। সফর নিয়ে অনিশ্চয়তা থাকলেও প্রস্তুতি চলছিল। কিন্তু সফর নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। এই অনিশ্চয়তার কারণেই অনুশীলনে বিরতি।
আগের সূচি অনুযায়ী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কোয়ারেন্টিন শেষ করে দুই সপ্তাহের অনুশীলনের পর মূল লড়াইয়ে মাঠে নামার কথা ছিল তামিম-মুশফিকদের। প্রথম টেস্ট শুরু হওয়ার কথা ছিল ২৪ অক্টোবর। এটা পিছিয়ে কবে নাগাদ যাবে, এ ব্যাপারে এখনও কিছু জানায়নি বিসিবি।