বোল্ড হওয়ার পর রিভিউ চাইলেন অশ্বিন
টেস্ট ক্রিকেটের ১৪৪ বছরের ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে ইনিংসে ১০ উইকেট পেয়েছেন নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল। তবে একেবারে বিনা যুদ্ধে এজাজকে ১০ উইকেট পেতে দেয়নি ভারতীয় ব্যাটসম্যানরা।
ভারত-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন তো নিজের উইকেট বাঁচাতে করে বসলেন এক হাস্যকর কীর্তি।
আজ দিনের শুরুতে উইকেটে নেমে প্রথম বলেই বোল্ড হন অশ্বিন। এজাজের ডেলিভারিটি হয়তো বুঝতেই পারেননি তিনি। বোল্ড হওয়ার পর পিছনে তাকান এই অলরাউন্ডার। স্টাম্প নড়ে গেছে এবং বেল পড়ে গেছে দেখেও কালবিলম্ব না করে রিভিউ চেয়ে বসেন তিনি।
অশ্বিনের এই রিভিউ চাওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির খোরাক হয়ে পড়েছে। বোল্ড হওয়ার পর এর আগে কেউ রিভিউ চেয়েছেন কি না, সেটি নিয়েও হচ্ছে অনুসন্ধান।
তবে এখানে অশ্বিনের আত্মপক্ষ সমর্থন করারও জায়গা রয়েছে। এজাজের বল স্টাম্পে লেগে চলে গিয়েছিল উইকেটরক্ষক টম ব্লান্ডেলের হাতে। আর এজাজও প্রথমে আপিল করার জন্য আম্পায়ারের দিকে ফিরেছিলেন। কিন্তু সতীর্থদের উদযাপনের ধ্বনি শুনে আবার পিছনে ফেরেন এই বাঁহাতি স্পিনার।
অশ্বিন হয়তো ভেবেছিলেন কট বিহাইন্ড হয়েছেন তিনি। যেজন্য সরাসরি রিভিউ চান এই অলরাউন্ডার।
রিভিউ চাওয়ার পর আম্পায়ার অবশ্য তাকে জানান, বোল্ড হয়েছেন তিনি। যে কারণে ভারতের এই রিভিউকে আর গুনেননি আম্পায়াররা।
এ নিয়ে অবশ্য মতবিরোধ দেখা দিয়েছে। অনেকেই দাবি করছেন, ভারতের একটি রিভিউ বাতিল করা উচিত ছিল আম্পায়ারদের।
সাবেক অস্ট্রেলিয়া ক্রিকেটার ব্র্যাড হগ এক টুইট বার্তায় লিখেন, "বোল্ড হওয়ার পর অশ্বিন রিভিউ চাওয়ায় অবশ্যই ভারতের একটি রিভিউ হারানো উচিত। আপনি যখন নিশ্চিত না কেন আউট হয়েছেন, তখন আপনার উচিত অপর ব্যাটসম্যানের সঙ্গে পরামর্শ করা। এখানে আম্পায়ার কেন ব্যাটসম্যানকে ইঙ্গিত দিতে যাবেন!"