বিশ্বকাপ সেরা একাদশের নেতৃত্বে বাবর, নেই ভারতের কেউ
২৮ দিনের ব্যাট-বলের লড়াই শেষ হয়েছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল দিয়ে। কিউইদের হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। টুর্নামেন্ট শেষে সেরা একাদশ প্রকাশ করেছে আইসিসি। রানের ফোয়ারা বইয়ে দেওয়া পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে রাখা হয়েছে নেতৃত্বে।
ধারাভাষ্যকার, সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ও সাংবাদিকদের নিয়ে গড়া নির্বাচক প্যানেলের নির্বাচনে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ সাজিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এই একাদশ নেওয়া হয়নি ভারতের কোনো ক্রিকেটারকে।
আইসিসির ঘোষিত বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেয়েছেন ছয় দেশের ক্রিকেটার। ফাইনাল খেলা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড, সেমি-ফাইনালিস্ট পাকিস্তান ও ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাদের নিয়ে সাজানো হয়েছে একাদশ। ভারত ও বাংলাদেশের কোনো ক্রিকেটারের জায়গা হয়নি।
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া দল থেকে সর্বোচ্চ তিনজন ক্রিকেটার জায়গা পেয়েছেন। তারা হলেন, ওপেনার ডেভিড ওয়ার্নার, লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা ও পেসার জশ হ্যাজেলউড। ইংল্যান্ড থেকে জস বাটলার এবং মঈন আলী রয়েছেন।
নিউজিল্যান্ড থেকে একজন জায়গা পেয়েছেন, তিনি হলেন পেসার ট্রেন্ট বোল্ট। সেমি-ফাইনালে হেরে গেলেও সুপার টুয়েলভের সবগুলো ম্যাচে দারুণ নেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতে রানের ফুলঝুরি সাজানো বাবর আজমকে অধিনায়ক করা হয়েছে।
শ্রীলঙ্কা থেকে আছেন দুজন, তারা হলেন লেগ স্পিনার ভানিন্দু হাসারাঙ্গা ও ব্যাটসম্যান চারিথ আসালাঙ্কা। দক্ষিণ আফ্রিকা থেকে আনরিক নরকিয়া ও এইডেন মারক্রাম জায়গা পেয়েছেন। দ্বাদশ খেলোয়াড় হিসেবে রয়েছেন পাকিস্তানের বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি।
আইসিসির বিশ্বকাপ সেরা একাদশ: ডেভিড ওয়ার্নার, জস বাটলার (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, এইডেন মারক্রাম, মঈন আলী, ভানিন্দু হাসারাঙ্গা, অ্যাডাম জ্যাম্পা, জশ হ্যাজেলউড, ট্রেন্ট বোল্ট ও আনরিক নরকিয়া।
দ্বাদশ খেলোয়াড়: শাহীন শাহ আফ্রিদি।