বিশ্বকাপ ব্যর্থতার কারণ খুঁজতে বিসিবির কমিটি গঠন
টি-টোয়েন্টি বিশ্বকাপে কিছুই মন মতো যায়নি বাংলাদেশের। প্রত্যাশার ধারে কাছেও ছিল না বাংলাদেশের পারফরম্যান্স। উল্টো টানা হারে ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে দেশে ফিরতে হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে। বিশ্বকাপে কেন এই ব্যর্থতা, সেটার বিভিন্ন দিক খুঁজতে 'রিভিউ কমিটি' গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে বিসিবি। দুই সদস্য বিশিষ্ট রিভিউ কমিটি গঠন করা হয়েছে। কমিটির দুই সদস্য হলেন বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজ ও জালাল ইউনুস।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট ও সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে কথা বলে এই কমিটি খুঁজে দেখবে বিশ্বকাপে বাংলাদেশ কেন প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। এরপর তারা তাদের পর্যবেক্ষণ বিসিবিকে জানাবে।
বিশ্বকাপে ভরাডুবির পর অনেক জায়গাতেই পরিবর্তন আনতে যাচ্ছে বিসিবি। ইতোমধ্যে দলের টেকনিক্যাল ডিরেক্টর করা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনকে। স্থানীয় অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে দলের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে। এমনকি প্রধান কোচের রাসেল ডমিঙ্গোকেও বিদায় জানানোর কথা ভাবা হচ্ছে।
হার দিয়ে প্রথম পর্ব শুরু করে বাংলাদেশ। পরের দুই ম্যাচ জিতে সুপার টুয়েলভে ওঠে তারা। কিন্তু এই পর্বে একটি ম্যাচেও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি বাংলাদেশ। হারের পাশাপাশি ছিল ভুলের ছড়াছড়ি। শ্রীলঙ্কার বিপক্ষে মুঠোয় থাকা ম্যাচ হেরে যাওয়া বাংলাদেশ পরের চার ম্যাচেও হার নিয়ে মাঠ ছাড়ে। এবারের বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ডের পর কেবল বাংলাদেশই সবগুলো ম্যাচ হেরেছে।