বিরাট কোহলির ফিটনেসের রহস্য 'ব্ল্যাক ওয়াটার’!

বিরাট কোহলি ভারতের দায়িত্ব নেওয়ার পর থেকেই ফিটনেস নিয়ে কড়া নিয়ম জারি করছেন। নিজের ফিটনেসেও খুবই গুরুত্ব দেন ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক। আর তিনি যে কতটা ফিট, সেটা প্রতি মুহূর্তেই গোটা বিশ্ব টের পেয়ে থাকে। তার এই ফিটনেসের পেছনে বড় অবদান রেখে চলেছে 'ব্ল্যাক ওয়াটার'!
এই 'ব্ল্যাক ওয়াটার' বা কালো পানির বিশেষত্ব হল, এটি প্রাকৃতিক কালো অ্যালকালাইন (ক্ষারজাতীয়) পানীয়। এটি গ্রহণে শরীরের স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকে। পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। আর এই পানি খেয়েই কোহলি থাকেন পুরো ফিট।
শুধু ফিটনেসেই নয়, এই পানির আরও অনেক গুণ রয়েছে। যেমন, এটি ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে, ওজন নিয়ন্ত্রণে রাখে, এমনকি মানসিক অবসাদও কমায়। এই পানি কেবল বিরাট কোহলিই নন, বলিউডের মালাইকা অরোরা, শ্রুতি হাসান, উর্বশী রওতেলার মতো তারকারাও পান করে থাকেন।
এখন নিশ্চয়ই সকলের জানতে ইচ্ছে করছে, এত বিশেষ পানির দাম কত? উত্তর হলো, এর মূল্য ভারতীয় মুদ্রায় পড়বে ৩০০০ থেকে ৪০০০ টাকা। এর মূল্য যে মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে হবে, সে তো অনুমেয়ই ছিল। ইদানীং কিছুটা কমেও নাকি বাজারে এই পানি পাওয়া যাচ্ছে। তবে সে পানির গুণ আর বিরাট কোহলির খাওয়া পানির গুণ যে এক হবে না, সেটিও কিন্তু মাথায় রাখতে হবে!