বিকেলে ঢাকা আসছে পাকিস্তান টেস্ট দল
চলছে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে ২২ নভেম্বর মাঠে নামবে বাবর আজমের দল। এর কয়েক দিন পর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজ খেলতে আজ ২১ নভেম্বর বিকেলে ঢাকা আসছে পাকিস্তান টেস্ট দল।
১৪ জনের বহর নিয়ে বিকেল ৪ টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে পাকিস্তানের এই দলটি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফিরে যাবেন টেস্ট স্কোয়াডে না থাকা ক্রিকেটারা।
দুই টেস্টের সিরিজের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট কায়েদ-ই-আজম ট্রফিতে রেকর্ড গড়া কামরান গুলামকে প্রথমবার টেস্ট দলে ডাকা হয়েছে। দলে ফেরানো হয় অফ স্পিনার বিলাল আসিফ ও টপ অর্ডার ব্যাটসম্যান ইমাম-উল-হককে।
কায়েদ-ই-আজম ট্রফির ২০২০-২১ মৌসুমে রানের ফোয়ারা বইয়ে দেন কামরান। খাইবার পাখতুনখাওয়ার হয়ে ৫টি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিতে করেন ১ হাজার ২৪৯ রান। পাকিস্তানের এই টুর্নামেন্টের এক মৌসুমে যা সর্বোচ্চ রানের রেকর্ড। ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যান ছাড়িয়ে যান ১৯৮৩-৮৪ মৌসুমে সাদাত আলীর করা ১ হাজার ২১৭ রানের রেকর্ড।
গত অক্টোবরে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে বৃদ্ধাঙ্গুলে চোট পাওয়া ইয়াসির শাহ ফিট হয়ে উঠতে পারেননি। অভিজ্ঞ এই লেগ স্পিনারের জায়গায় দলে ফিরেছেন বিলাল আসিফ। তিনি পাকিস্তানের হয়ে সবশেষ টেস্ট খেলেছেন ২০১৮ সালে। ৫ টেস্টের ক্যারিয়ারে ডানহাতি এই অফ স্পিনার ১৬ উইকেট নিয়েছেন।
পাকিস্তানের হয়ে সর্বশেষ ২০১৯ সালে টেস্ট খেলেন ইমাম-উল-হক। নিউজিল্যান্ড সফরের দলেও ছিলেন বাঁহাতি এই ওপেনার। কিন্তু চোটের কারণে ওই সফর থেকে ছিটকে পড়েন তিনি। এরপর থেকে ফেরার অপেক্ষায় ছিলেন ইমাম। কায়েদ-ই-আজম ট্রফির চলতি আসরে দারুণ পারফরম্যান্স করে জায়গা করে নেন তিনি। ইতোমধ্যে পাঁচ ইনিংসে দুটি সেঞ্চুরি করেছেন ইমাম, এর মধ্যে একটি ডাবল সেঞ্চুরি। ইমাম ফেরায় বাদ পড়েন ইমরান বাট।
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট চট্টগ্রামে শুরু হবে ২৬ নভেম্বর। ৪ ডিসেম্বর মিরপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
পাকিস্তান টেস্ট দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ–অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, বিলাল আসিফ, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, ইমাম-উল-হক, কামরান গুলাম, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নোমান আলী, সাজিদ খান, সরফরাজ আহমেদ, সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি ও জাহিদ মাহমুদ।