বিকেএসপিতে সাকিব, আজ থেকেই অনুশীলন
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বনানীর বাসায় উঠেছিলেন সাকিব আল হাসান। পরদিন করোনা পরীক্ষার নমুনা দেন দেশসেরা এই অলারাউন্ডার। পরের দিন হাতে পান রিপোর্ট, নেগেটিভ ফল আসায় শুক্রবারই শৈশবের প্রিয় জায়গা বিকেএসপিতে চলে গেছেন সাকিব। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার পস্তুতি শনিবার বিকাল থেকেই শুরু হয়েছে বাঁহাতি এই অলরাউন্ডারের।
নিষেধাজ্ঞায় থাকা অবস্থায় বিসিবির কোনো সুযোগ-সুবিধা নিতে পারবেন না সাকিব। এ কারণে বিকেএসপিকে বেছে নিয়েছেন ৩৩ বছর বয়সী বাংলাদেশ অলরাউন্ডার। প্রাক্তন কৃতি ছাত্রকে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার কথা জানিয়েছে বিকেএসপি। নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়ার আগ পর্যন্ত এখানেই পাঁচ সপ্তাহের মতো অনুশীলন করবেন সাকিব।
বিকেএসপির অ্যাথলেটিকস ট্র্যাক, সুইমিং পুল, সবই ব্যবহার করতে পারবেন অভিজ্ঞ এই ক্রিকেটার। ফিটনেস ট্রেনিং দিয়ে প্রস্তুতি পর্ব শুরু করবেন সাকিব। এই পর্বে বিকেএসপির কোচদের কাছ থেকে সহায়তা নিতে পারবেন তিনি। এমনকি বিকেএসপির মনোবিদের সহায়তা নেওয়ার ক্ষেত্রেও তার জন্য কোনো বাধা থাকবে না।
দীর্ঘ এক বছর পর চেনা ভুবনে ফিরতে অনুশীলনে সাকিব। এই মিশনে সাকিবের পাশে থাকবেন তার শৈশবের দুই কোচ নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাহউদ্দিন। এই দুই স্থানীয় কোচ স্কিল ট্রেনিংয়ে সাকিবকে সব ধরনের সহযোগীতা করবেন। এই দুই কোচই বিকেএসপিতে থাকেন। বিসিবির চাকরি ছেড়ে বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা হয়েছেন নাজমুল আবেদীন। এ ছাড়া সালাউদ্দিন বিকেএসপির ক্যাম্পাসেই থাকেন।
আগামী অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এই সফর দিয়ে বাংলাদেশ দলে ফিরবেন সাকিব। প্রথম টেস্ট শুরু ২৪ অক্টোবর। তখনও নিষেধাজ্ঞায় থাকবেন সাকিব। তবে দ্বিতীয় টেস্ট থেকেই তিনি খেলতে পারেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
জুয়াড়ির কাছ থেকে তিনবার প্রস্তাব পেয়েও তা গোপন করায় গত বছরের ২৮ অক্টোবর এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা শেষ হলেও সাকিবের ওপর বাড়তি দায়িত্ব থাকবে। আগামী এক বছর স্থগিত নিষেধাজ্ঞা থাকবে তার ওপর। এ সময়ে আইসিসির দুর্নীতি বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিতে হবে সাকিবকে।