বার্সেলোনার খেলা আর দেখবেন না মুশফিক!

বার্সেলোনায় লিওনেল মেসির অধ্যায় শেষ। কাতালান ক্লাবটি ছেড়ে গেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। চোখের জলে প্রিয় ক্লাবকে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছেন মেসি। তার দৃষ্টি এবার নতুন চ্যালেঞ্জে। প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) হতে পারে মেসির নতুন ঠিকানা। মেসি-পিএসজি চুক্তি চূড়ান্ত হয়ে গেছে বলে জানিয়েছে অনেক সংবাদমাধ্যমই।
অনেক ফুটবল ভক্তই আছেন, যারা মেসির কারণে বার্সেলোনাকে সমর্থন করে এসেছেন। আর্জেন্টাইন ফরোয়ার্ডের সেসব ভক্ত এবার তাহলে কোন ক্লাবকে সমর্থন করবেন, বার্সা নাকি মেসির নতুন ক্লাবকে? দীর্ঘদিনের সমর্থক হয়ে থাকলে দোটানায় পড়তে হবে অনেককেই। মুশফিকুর রহিমের অবস্থা তেমনই হয়েছে।
অবশ্য মেসি বার্সেলোনা ছেড়ে যাওয়ার পর দলটির খেলা দেখার আর কোনো মানে খুঁজে পাচ্ছেন না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে অভিজ্ঞ ব্যাটসম্যান। মেসির কারণেই বার্সার 'কট্টর' সমর্থক হয়ে উঠেছেন মুশফিক। প্রিয় ফুটবলার ক্লাব ছেড়ে যাওয়ায় মুশফিকের মুশফিকের দ্বিধা, কার জন্য বার্সার খেলা দেখে যাবেন।
মেসিবিহীন বার্সেলোনাকে কল্পনা করতে পারছেন না মুশফিক। তার বিশ্বাসই হচ্ছে না যে মেসি বার্সা ছেড়ে গেছেন। মেসি আনুষ্ঠানিকভাবে বার্সাকে বিদায় জানানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে লাখো পোস্ট দেখা গেছে। মুশফিকও প্রিয় ফুটবলারকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন।
এর আগে স্পেন সফরে গিয়ে বার্সার হোম ভেন্যু নু ক্যাম্প ঘুরে দেখেছেন মুশফিক। পুরস্কার হিসেবে মেসির জেতা বুট ও তার বড় একটি প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে ছবিও তুলেছিলেন হাস্যোজ্জ্বল মুশফিক। মন খারাপের দিনে বাংলাদেশের এই ব্যাটসম্যান পোস্ট করেছেন ফ্রেমে আটকে রাখা সুখের সেই স্মৃতির দৃশ্য।
ছবিটি পোস্ট করে মুশফিক লিখেছেন, 'মেসিকে বার্সেলোনা ছেড়ে যেতে দেখে কষ্ট লাগছে। সে আমার প্রিয় ফুটবলার, তার কারণেই আমি বার্সেলোনার বড় ভক্ত হয়ে উঠেছি। জানি না কার জন্য বার্সেলোনার খেলা দেখব। জাদুকরের জন্য শুভ কামনা।'
বার্সেলোনার আরেক নাম মেসি, কিংবা মেসি বলতেই বার্সেলোনা। মেসি ও বার্সা মিলেমিশে একাকার, রসায়ণটা বহুদিনের। অনেকেরই ধারণা ছিল, বার্সাতেই ক্যারিয়ার শেষ করবেন মেসি। কৃতজ্ঞ মেসিও বিভিন্ন সময়ে বার্সাতেই ক্যারিয়ার শেষ করার কথা জানিয়েছেন।
যদিও গত বছরের আগস্টে হঠাৎই সব উত্তাল হয়ে পড়ে। বুরোফ্যাক্স করে দল ছাড়ার কথা বার্সাকে জানিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। সেবার চুক্তির মারপ্যাঁচে বাধ্য হয়ে আরও একটি মৌসুম কাতালান ক্লাবটিতে থাকতে হয় মেসিকে। আর এবার ইচ্ছা থাকার পরও প্রিয় ক্লাবের হয়ে আর খেলার সুযোগ হলো না তার।