ক্যাচ ছেড়ে চার বানালেন সাইফ
ব্যাট হাতে কিছুই করতে পারেননি সাইফ হাসান। দুই ম্যাচে করেছেন এক রান। এবার ফিল্ডিংয়েও হতাশ করলেন বাংলাদেশের এই ওপেনার। ১২তম ওভারে লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের বলে ফকর জামানের তোলা সহজ ক্যাচ মাটিতে ফেললেন সাইফ। শুধু ক্যাচ ফেলাই নয়, চারও বাঁচাতে পারেননি তিনি।
১২ ওভার শেষে ১ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ৭১ রান। দলকে জয়ের পথে নিয়ে যাচ্ছেন মোহাম্মদ রিজওয়ান ও ফকর জামান। জয়ের জন্য ৪৮ বলে ৩৮ রান দরকার পাকিস্তানের।
পাওয়ার প্লেতে বাংলাদেশের দাপট
প্রথম ওভার থেকেই নিয়ন্ত্রিত বোলিং করে আসছে বাংলাদেশ। তৃতীয় ওভারে বাবর আজমকে মুস্তাফিজ ফিরিয়ে আরও চাপ বাড়ান। সেই ধারাবাহিকতায় পাওয়ার প্লেতে বাংলাদেশই বল হাতে শাসন করেছে। ৬ ওভার থেকে ২৭ রান তুলেছে পাকিস্তান।
৭ ওভার শেষে ১ উইকেটে সফরকারীদের সংগ্রহ ৩২ রান। উইকেটে আছেন মোহম্মদ রিজওয়ান ও ফকর জামান।
বাবরের স্টাম্প উপড়ে নিলেন মুস্তাফিজ
প্রথম টি-টোয়েন্টিতে শুরুর আঘাতটা করেছিলেন মুস্তাফিজুর রহমানই। তৃতীয় ওভারে মোহাম্মদ রিজওয়ানের স্টাম্প উপড়ে নেন বাংলাদেশের বাঁহাতি এই পেসার। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও শুরুতে আঘাত হানলেন মুস্তাফিজ। এবার তার শিকার পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তৃতীয় ওভারেই বাবরের উইকেট ভেঙে দেন তিনি।
মুস্তাফিজ-তাসকিনদের বোলিংয়ের বিপক্ষে দেখেশুনেই ব্যাট চালাতে হচ্ছে পাকিস্তানকে। ৪ ওভার শেষে ১ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ১৫ রান। উইকেটে আছেন মোহম্মদ রিজওয়ান ও ফকর জামান।