বাগেরহাটের রাজমিস্ত্রি জিতেছেন ম্যানসিটির টিকেট
বাড়ি বাগেরহাট, করেন রাজমিস্ত্রির জোগালের কাজ। এমন একজন যাচ্ছেন ম্যানচেস্টার সিটিতে অনুশীলন করতে। শুনতে অবাক লাগলেও এমনই হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী ক্লাব ম্যান সিটিতে অনুশীলনের সুযোগ পেয়েছেন বাগেরহাটের মোলাহ খালিদ হোসেন।
বাগেরহাটে রাজমিস্ত্রির সহকারীর কাজের পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছেন খালিদ। এমন যুদ্ধের জীবনেও ফুটবলকে দূরে সরিয়ে রাখেননি। ফুটবলে লাথি কষে রোজ চেষ্টা চালিয়ে গেছেন। অবশেষে সেটার পুরস্কার পেতে যাচ্ছেন তিনি। ম্যানসিটিতে অনুশীলন করতে আগামী মাসেই ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দেবেন খালিদ।
ইউনিলিভারের পৃষ্ঠপোষকতায় টানা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ক্লিয়ার মেন অনূর্ধ্ব-১৭ স্কুল ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট থেকে সেরা ছয়জন ফুটবলারকে বাছাই করা হয় ম্যান সিটিতে স্বল্প সময়ের জন্য অনুশীলন করার সুযোগ করে দেওয়ার জন্য। সেই ছয়জনের মধ্যে একজন খালিদ।
তবে এ গোলরক্ষক আগের মতো রাজমিস্ত্রির জোগালের কাজ করেন না। এই কাজ কমিয়ে ফুটবলে মন লাগিয়েছেন তিনি। দিনরাত এক করে অনুশীলন করে যাচ্ছেন ইংল্যান্ডে অনুশীলন করতে যাবেন বলে।
খালিদ হোসেন চিরুলিয়া স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। খুলনা বিভাগীয় ফাইনালে কালিয়া সরকারি পাইলট স্কুলকে ৩-০ গোলে হারায় তার স্কুল। এতে মিলে যায় ঢাকায় মূলপর্বে খেলার টিকেট। যদিও মূলপর্বে সুবিধা করতে পারেনি খালিদের স্কুল। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তারা।
দল বিদায় নিলেও গোলরক্ষক খালিদের পারফরম্যান্স মনে ধরে কোচদের। পুরো টুর্নামেন্ট থেকে বাছাই করা ৩৬ জনের মধ্যে খালিদকেও অন্তর্ভুক্ত করা হয়। এই ৩৬ জন থেকে সেরা ৬ জন বাছাই করতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ২১ দিনের ক্যাম্প করা হয়। এই ক্যাম্প শেষে সেরা ৬ জনের মধ্যে জায়গা করে নেন এ তরুণ তুর্কি।
খালিদের জীবন সংগ্রাম সিনেমার গল্পকেও হার মানানোর মতো। তার মা গৃহিণী, বাবা কাজ করতে অক্ষম। সংসার চালানোর দায়িত্ব তার কাঁধেই। তাই ফুটবল খেলা ও পড়াশোনার পাশাপাশি রাজমিস্ত্রির সহকারীর কাজ নেন খালিদ, পারিশ্রমিক হিসেবে প্রতিদিন পান ৪০০ টাকা। এই ৪০০ টাকাতেই চলে তিনজনের সংসার।
চার বছর ধরে এই কাজ করছেন তিনি। এখনও প্রধান রাজমিস্ত্রি হয়ে উঠতে পারেননি। তবে তার ফুটবল দক্ষতা কোচদের কাছে তাকে প্রমাণ করেছে ‘ফুটবলের শিল্পী’ হিসেবে। নতুন পরিচয়েই এবার সামনে এগিয়ে যেতে চান জীবনযুদ্ধের লড়াকু এই সৈনিক।