বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়ে মাঠে ফিরছে দর্শক
গত বছরের মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে বাংলাদেশ। ওই সিরিজেই সর্বশেষ মাঠে বসে খেলার সুযোগ পেয়েছেন দর্শকরা। এরপর করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়ে ক্রিকেটাঙ্গন। পরে মাঠে ক্রিকেট ফিরলেও দর্শক ফেরানো হয়নি। বেশ কয়েকটি সিরিজে দর্শকহীন মাঠে খেলা হয়। অবশেষে দর্শকদের মাঠে ফেরার সম্ভাবনা জেগেছে।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়েই মাঠে বসে খেলা দেখার অপেক্ষা শেষ হতে পারে দর্শকদের। এই সিরিজে মাঠে দর্শক ফেরাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছ থেকে এখনও চূড়ান্ত অনুমোদন মেলেনি। তবে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। দ্রুতই অনুমতি মিলে যাবে বলে আশা বিসিবির।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এমনই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধরী। তবে পুরো গ্যালারি উন্মুক্ত করা হচ্ছে না এবার। প্রধান নির্বাহী জানালেন, ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শক মাঠে প্রবেশের অনুমতি পাবেন। টিকা নেওয়া দর্শকরাই কেবল মাঠে প্রবেশ করতে পারবেন।
এ বিষয়ে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'বর্তমানে পরিস্থিতি অনেকটাই ভালো। যে কারণে মাঠে দর্শক ফেরানোর উদ্যোগ নিয়েছি আমরা। ধারণ ক্ষমতার ৫০ ভাগ দর্শক মাঠে রাখার পরিকল্পনা নিয়ে কাজ করছি আমরা। সরকারের সবুজ সঙ্কেত পেলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আশা করি অনুমতি পেয়ে যাব। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ এখন পর্যন্ত ইতিবাচক।'
৫০ শতাংশ দর্শক মাঠে প্রবেশ করতে পারবেন। তবে কেবল টিকা নেওয়া থাকলেই মিলবে মাঠে প্রবেশের অনুমতি। বিসিবির প্রধান নির্বাহী বলেন, '৫০ ভাগ টিকেট ছাড়া হবে। টিকা নেওয়া আছে যাদের, কেবল তারাই মাঠে ঢুকতে পারবেন। বাচ্চারা যেহেতু টিকা পায়নি, তাদের জন্য এটা প্রযোজ্য হবে না। তারা আসতে পারবে। সবকিছু আমরা সবার সামনে ঘোষণা করব।'
আগের মতো করে কাউন্টারে টিকেট বিক্রি করা হবে। পাশাপাশি অনলাইনেও টিকেট বিক্রির পরিকল্পনা আছে বিসিবির। টিকেট কাটা থেকে শুরু করে মাঠে ঢুকে খেলার দেখার সময় দর্শকদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ আশা করছেন নিজাম উদ্দিন।
তার ভাষায়, 'মাঠের ভেতরের ম্যানেজমেন্ট, আসন ব্যবস্থাপনা কড়াকড়ি নিয়মে আনা সহজ নয়। স্বাস্থ্যবিধি মানার জন্য প্রচারণা থাকবে, সব চেষ্টাই করা হবে। বাকিটা তো দর্শকদের নিজেদের ওপর। বর্তমান প্রেক্ষাপটে ঝুঁকি যতটা কমানো যায়, সেই চেষ্টা আমরা করব।'
বাংলাদেশ-পাকিস্তান সিরিজও আয়োজিত হবে জৈব সুরক্ষা বলয়ে। তবে আগের মতো কঠোর নিয়ম থাকবে না বলে জানালেন বিসিবির প্রধান নির্বাহী। তিনি বলেন, 'দেশের কোভিড পরিস্থিতি এখন আগের চেয়ে ভালো। কোয়ারেন্টিনের ক্ষেত্রে সরকারি বাধ্যবাধকতা অনেকটাই কমে গেছে। আর পাকিস্তান দলও খুব কড়াকড়ি চায় না, কিছুটা রিল্যাক্সড থাকতে চায় তারা। তবে কোনো ঝুঁকির সঙ্গে অবশ্যই আপোস করা হবে না।'
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। এই সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাবর আজমের দল। প্রথম টি-টোয়েন্টি আগামী ১৯ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পরের দুটি ম্যাচ মিরপুরেই ২০ ও ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হবে ২৬ নভেম্বর। ৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে মিরপুরে।