বাংলাদেশেও পাকিস্তানের সমর্থক আছে, বলছেন বাবর
দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ছয় বছর পর বাংলাদেশে আসা দলটির ভালোই সময় কাটছে। প্রতিদ্বন্দ্বী দল হলেও বাংলাদেশের সমর্থকদের কাছ থেকে সমর্থন পাচ্ছেন বলে জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
কেবল এবারই নয়, বাংলাদেশের ক্রিকেটভক্তরা সব সময়ই পাকিস্তানকে সমর্থন করে বলে মনে করেন বাবর। ১৯ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় প্রথম টি-টোয়েন্টির আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের সমর্থকদের নিয়ে ভালো লাগার কথা জানান পাকিস্তান অধিনায়ক।
বাবর আজম বলেন, 'যখনই আমরা অনুশীলন করতে গিয়েছি, পুরো পথে লোক দাঁড়িয়ে থেকেছে। আমাদের চিয়ার আপ করেছে, হাত নাড়িয়েছে। আমার তাই মনে হয়, বাংলাদেশের পাশাপাশি আমাদেরও অনেক সমর্থক আছে এখানে। অনুশীলনের সময়ও সেখানে লোকে আমাদের দেখেছে, চিয়ার আপ করেছে।'
'কোভিডের পর এখানে প্রথমবার দর্শক প্রবেশের অনুমতি মিলেছে, এটা দারুণ ব্যাপার। ক্রিকেটার হিসেবে, দল হিসেবে আমরা উপভোগ করব এবং বাংলাদেশে আমরা যখনই এসেছি, দর্শক সব সময় আমাদের চিয়ার আপ করেছে। শুধু নিজেদের দলই নয়, পাকিস্তান দলকেও ওরা সমর্থন করেছে বেশ। এটা আমাদের বেশ ভালো লাগে এবং সহায়তাও করে।' যোগ করেন বাবর।
গত ১৩ নভেম্বর বাংলাদেশে আসে পাকিস্তান। একদিন বিশ্রামের পর মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শুরু করে সফরকারীরা। দুদিন পর দলের সঙ্গে যোগ দেন বাবর আজম ও শোয়েব মালিক।
বাংলাদেশের বিপক্ষে চার দিনে তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর। তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি হবে ২২ নভেম্বর। সবগুলো ম্যাচই মিরপুরে বেলা দুইটায় শুরু হবে। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ-পাকিস্তান।