বাঁচা-মরার লড়াইয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
হারের বৃত্তেই বন্দি আছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর ঘরের মাঠেও পাকিস্তানের বিপক্ষে হারে শুরু হয়েছে বাংলাদেশের। প্রথম টি-টোয়েন্টিতে লড়াই করেও হেরে যায় মাহমুদউল্লাহ রিয়াদের দল।
দ্বিতীয় টি-টোয়েন্টি হয়ে উঠেছে বাঁচা-মরার লড়াই। এই ম্যাচে জয়ের বিকল্প নেই ঘরের মাঠের দলটির, হারলে এক ম্যাচ আগেই সিরিজ খোয়াতে হবে।
কঠিন পরীক্ষায় টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি বেলা ২টায় শুরু হবে।
অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। পাকিস্তানের একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। হাসান আলীর জায়গায় ফেরানো হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হাসান শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি হাসান, নুরুল হাসান সোহান, আমিনুল ইসলাম বিপ্লব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক),ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও শোয়েব মালিক।