বরখাস্ত হচ্ছেন সুলশার, ইউনাইটেডের কোচ হতে পারেন জিদান
কালও কোচের পদ নিয়ে নির্ভার থাকার কথা জানিয়েছিলেন ওলে গানার সুলশার। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ জানান, চাকরি নিয়ে চিন্তিত নন তিনি। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে বদলে গেল বাস্তবতা। ওয়াটফোর্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে হারের পর বিদায় ঘণ্টা বেজে গেল নরওয়ের এই কোচের। যেকোনো মুহূর্তে চাকরি হারাতে পারেন তিনি।
টাইমস, স্কাই স্পোর্টস, গার্ডিয়ান তাদের প্রতিবেদনে জানিয়েছে, ওয়াটফোর্ডের বিপক্ষে ম্যাচের পর দীর্ঘ পাঁচ ঘণ্টা সভা করেছেন ইউনাইটেডের বোর্ড কর্তারা। সভায় সুলশারকে বাদ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলা হয়েছে। বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণার। নতুন কোচের জন্য দলটির পছন্দের তারিকায় আছেণ জিনেদিন জিদানসহ আরও দুজন।
দুই চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুল এবং ম্যানচেস্টার সিটির বিপক্ষে হার, তিন বছরেরও বেশি সময় ধরে শিরোপা জিততে না পারা এবং লিগ শিরোপার দৌড়ে শুরুতেই পিছিয়ে পড়ায় কোচের পদে সুলশারের ভাগ্য অনিশ্চয়তার পড়ে যায়। ওয়াটফোর্ডের বিপক্ষে হারের পর তার বিদায় এখন প্রায় নিশ্চিত।
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ১২টি ম্যাচ খেলে ফেলেছে ইউনাইটেড। কিন্তু এখনও তাদের অবস্থান সাত নম্বরে। ১২ ম্যাচে মাত্র ৫টি ম্যাচে জিতেছে রেড ডেভিলরা। হার ৫টিতে এবং ২টিতে ড্র। লিভারপুলের বিপক্ষে ৫-০ গোলে উড়ে যাওয়ার পর ম্যান সিটির বিপক্ষে ২-০ গোলে হারে ইউনাইটেড। এরপরও তার ওপর ভরসা রাখে ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু ওয়াটফোর্ডের বিপক্ষে হারের পর সুলশারে আর ভরসা পাচ্ছে না ক্লাবটি।
তিন বছরে একটিও শিরোপা জিততে পারেনি ইউনাইটেড। তবে জ্যাডন স্যানচো, ক্রিশ্চিয়ানো রোনালদো, রাফায়েল ভারানের মতো বিশ্বখ্যাত তারকাদের দলে ভেড়ায় তারা। এরপরও ভাগ্য বদলায়নি ইংলিশ জায়ান্টদের।
সুলশারের পর ইউনাইটেডের কোচ কে হবেন, সেই আলোচনাও শুরু হয়ে গেছে। ক্লাবটিও নতুন কোচের সন্ধান শুরু করেছে। তাদের পছন্দের তালিকায় আছেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ ও ফরাসি কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। নাম আছে আয়াক্সের কোচ এরিক টেন হাগ ও লেস্টার সিটি কোচ ব্রেন্ডান রজার্সেরও।