ফেরার ম্যাচে বার্সেলোনার গোল উৎসব, মেসির রেকর্ড

করোনাভাইরাসের ছোবলে বেসামাল হয়ে উঠেছিল পুরো বিশ্ব। প্রাণঘাতী এই ভাইরাসের দাপটে ঘরবন্দি অবস্থায় দীর্ঘ সময় কাটাতে হয়েছে বিশ্ববাসীকে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে অবস্থা। মাঠে ফিরছে খেলাধুলা। এরই ধারাবাহিকতায় প্রায় তিন মাস পর মাঠে ফিরেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল লিগ লা লিগা।
লা লিগা ফেরার দুদিন পর মাঠে নেমেছিল বার্সেলোনো। ফেরার ম্যাচেই গোল উৎসব করেছে কাতালানরা। রিয়াল মায়োর্কাকে ৪-০ গোলে হারিয়েছেন আর্তুরো ভিদাল, জর্দি আলবা, লিওনেল মেসিরা। ২৮ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। তাদের চিরপ্রতিদ্বন্দী রিয়াল মাদ্রিদ এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে।
পুরো ম্যাচে ছড়ি ঘুরিয়েছে বার্সেলোনা। অবনমন অঞ্চলের দলটি সেভাবে লড়াইও করতে পারেনি মেসি-সুয়ারেজদের বিপক্ষে। ফেরার ম্যাচে পুরনো ছন্দেই দেখা মিলেছে বার্সেলোনার আর্জন্টাইন ফুটবল জাদুকর মেসির। গোল করিয়েছেন আবার নিজেও গোল করেছেন।
চলতি লিগে মায়োর্কার বিপক্ষে এটা ছিল বার্সেলোনার দ্বিতীয় ম্যাচ। প্রথম দেখাতেও মায়োর্কাকে শাসন করেছিল কাতালানরা। সেই ম্যাচেও জাদু দেখান মেসি। গত বছরের ডিসেম্বরে মেসির হ্যাটট্রিকে মায়োর্কাকে ৫-২ গোলে হারিয়েছিল বার্সেলোনা।
দীর্ঘদিন পর মাঠে ফেরার কারণেই হয়তো গোলের দেখা পেতে শুরু থেকেই মরিয়া ছিল বার্সেলোনা। রেফারি শুরুর বাঁশি বাজাতেই প্রতিপক্ষের ডিবক্সে হানা দেয় স্প্যানিশ জায়ান্টরা। গোলক্ষুধা মেটাতে সময় লাগেনি তাদের। মাত্র ৬৫ সেকেন্ডেই গোল আদায় করে নেয় বার্সেলোনা।
জর্দি আলবার ক্রসে মাথা ছুঁইয়ে মায়োর্কার জালে বল পাঠান আর্তুরো ভিদাল। এরপর কিছুক্ষণ আক্রমণ পাল্টা আক্রমণ চলে। ২২ মিনিটে বার্সেলোনার রক্ষণভাবে হানা দেয় ঘরের মাঠের দলটি। দারুণ একটি আক্রমণ সাজিয়ে জোরালো এক শট নেন মায়োর্কার তাকেফুসো কুবো। কিন্তু বার্সেলোনার গোলরক্ষক স্টের স্টেগেন শটটি ফিরিয়ে দেন।
৩৭ মিনিটে গিয়ে ব্যবধান দ্বিগুন করে বার্সেলোনা। মেসির হেড থেকে বল পেয়ে বিদ্যুৎবেগে নেওয়া শটে বল জালে জড়ান মার্টিন ব্রাথওয়েট। প্রথমার্ধে আর গোলের দেখা মেলেনি। দ্বিতীয়ার্ধেও গোলের জন্য অনেকটা সময় অপক্ষো করতে হয় বার্সেলোনাকে।
৭৯ মিনিটে গোল করে দলকে আরেকটু এগিয়ে দেন জর্দি আলবা। মাঝ মাঠ থেকে মেসির বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক শটে গোল করেন আলবা। দুটি গোলের অ্যাসিস্ট করা মেসি গোলের দেখা পান যোগ করা সময়ে। সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে ডান পায়ের শটে বল জালেন জড়ান আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।
চলতি লা লিগায় এটা মেসির ২০তম গোল। এই গোল করার মধ্যে দিয়ে দারুণ এক কীর্তি গড়েছেন মেসি। লা লিগার ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ১২ আসরে কমপক্ষে ২০টি গোল করার রেকর্ড গড়েছেন তিনি।