ফুটবল খেলায় আমি আমার বাবার চেয়ে ভালো: রোনালদো-পুত্র

ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই পর্তুগিজ তারকার বড় ছেলে, ক্রিশ্চিয়ানো জুনিয়রও নাম লিখিয়েছে ইউনাইটেডের একাডেমিতে।
ফুটবলে বাবার প্রতিভা কতটুকু পাবেন ক্রিশ্চিয়ানো জুনিয়র, সেটা সময়ই বলে দেবে। তবে বাবার আত্মবিশ্বাস যে ভালোভাবেই পেয়েছেন, সেটা বুঝিয়ে দিলেন ১১ বছর বয়সী জুনিয়র।
গতকাল ইন্সটাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় তাকে বলতে শোনা যায়, 'ফুটবল খেলায় আমি আমার বাবার চেয়ে ভালো'। ৪৩৩'র একাউন্ট থেকে প্রকাশিত এই ভিডিওটি ধারণ করেছেন রোনালদো নিজেই।
জুভেন্টাস থেকে ইউনাইটেডে দলবদল সম্পন্ন করা রোনালদো আজ-কালের মধ্যে ইংল্যান্ডে পৌঁছবেন। ছোটবেলার ক্লাবে ফিরে এসে সাবেক সতীর্থ ওলে গুনার সুলস্যারকে কোচ হিসেবে পাচ্ছেন এই পাঁচ বারের ব্যালন ডি'অরজয়ী।
আর এদিকে ইউনাইটেড একাডেমিতে রোনালদোর আরেক সাবেক সতীর্থ ওয়েন রুনির ছেলে কাই রুনিও খেলবে ক্রিশ্চিয়ানো জুনিয়রের সাথে।
সূত্র: স্পোর্টস বিগনিউজ।