ফিলিস্তিনের বিপক্ষে হেরে গেল বাংলাদেশ
এক দিনে দুটি হার দেখলো বাংলাদেশ। ক্রিকেটের পর ফুটবলেও সঙ্গী হলো হার। নিউজিলান্ডের বিপক্ষে ঘরের মাঠে হেরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ফেবারিট হয়েও তৃতীয় টি-টোয়েন্টিতে ৫২ রানে হার মানে মাহমুদউল্লাহ রিয়াদের দল। বাংলাদেশ সময়ে এই ম্যাচ শেষ হওয়ার দেড় ঘণ্টা পর ফিলিস্তিনের বিপক্ষে খেলতে নামে জামাল ভূঁইয়ার দল। তাদের অভিজ্ঞতাও ভালো হলো না।
কিরগিজস্তানে চলমান থ্রি নেশন্স কাপে নিজেদের প্রথম ম্যাচে বিশকেকের স্পার্তাক স্টেডিয়ামে ফিলিস্তিনের বিপক্ষে ২-০ গোলে হেরে গেছে বাংলাদেশ। ক্রিকেট দলের মতো ফেবারিট হয়ে মাঠে নামেনি ফুটবল দল। শক্তিতে ফিলিস্তিনের চেয়ে অনেক পিছিয়ে ছিল বাংলাদেশ। মাঠের লড়াইয়েও দেখা গেল স্পষ্ট পার্থক্য।
র্যাঙ্কিংয়ে ফিলিস্তিন ১০২ নম্বরে, বাংলাদেশ সেখানে ১৮৮ নম্বরে। খাতা-কলমে অনেক পিছিয়ে ছিল বাংলাদেশ। এরপরও দলটির বিপক্ষে লড়াই করার প্রত্যয়ের কথা জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া ও কোচ জেমি ডে। কিন্তু মাঠে সেই প্রত্যয়ের ছিটেফোটাও দেখা গেল না। এ নিয়ে তৃতীয়বারের মতো ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ হারলো বাংলাদেশ।
শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ফিলিস্তিন। ১৫তম মিনিটে ফিলিস্তিনের মাহমুদ ইদের ২৫ গজ দূর থেকে নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পাঁচ মিনিট পর এই ফরোয়ার্ডের আরেকটি শট বাইরে দিয়ে চলে যায়।
৩৩তম মিনিটে এগিয়ে যায় ফিলিস্তিন। এই গোলে দায় আছে নিয়মিত গোলরক্ষক আনিসুর রহমান জিকোর বদলে সুযোগ পাওয়া শহিদুল আলম সোহেলের। সতীর্থের লম্বা পাস ধরে পোস্ট ছেড়ে বেরিয়ে আসা সোহেলের মাথার ওপর দিয়ে নিখুঁত চিপ করেন মাহমুদ। জালের দিকে ছুটে যাওয়া বল শেষ মুহূর্তে টোকা দিয়ে গোল করেন লায়েথ খারৌব।
প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করতে পারত ফিলিস্তিন। সোহেলের দৃঢ়তায় তা হয়নি। ৩৮তম মিনিটে কর্নারের বিনিময়ে একটি আক্রমণ ফেরান তিনি। এরপর মাহমুদের বাঁকানো ফ্রি কিকে থারৌবের হেড অনেকটা লাফিয়ে উঠে বিপদমুক্ত করেন আবাহনীর এই গোলরক্ষক।
বিরতির পরপরই ব্যবধান দ্বিগুণ করে ফিলিস্তিন। বাঁ দিক থেকে মাহমুদের ক্রসে বক্সের ভেতর থেকে হেডে বল জালে জড়ান হামদ। বাকি সময়ে ফিলিস্তিন অনেক আক্রমণ সাজালেও গোলের দেখা পায়নি। বাংলাদেশ সেভাবে আক্রমণই করতে পারেনি, প্রতিপক্ষের আক্রমণ ফেরাতেই ব্যস্ত থাকতে হয় তাদের।