প্রথম সেশনের হতাশায় ৩৩০ রানে শেষ বাংলাদেশের ইনিংস
প্রথম সেশনে উইকেট বৃষ্টির কবল থেকে বের হতে পারছে না বাংলাদেশ। টেস্টে প্রথম সেশন মানেই উল্টো পথে হাঁটবে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টেও সেটা দেখা গেল।
প্রথম দিনের প্রথম সেশনে চার উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয় দিনের প্রথম সেশনে খোয়ালো বাকি ছয় উইকেট। বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হলো ৩৩০ রানে। এদিন ২৯.৪ ওভারে ৬ উইকেটে ৭৭ রান যোগ করেছে মুমিনুল হকের দল।
দলকে এই সংগ্রহ এনে দেওয়ার পথে শেষ দিকে দারুণ অবদান রেখেছেন মেহেদী হাসান মিরাজ। ইনিংসটা আরও বড় হতে পারতো তার। কিন্তু সঙ্গীর অভাবে তা হয়নি। ৩৮ রানে অপরাজিত থাকেন ডানহাতি এই ব্যাটসম্যান।
দিনের শুরুতে বিদায় নেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান লিটন দাস ও মুশফিকুর রহিম। লিটন ১১৪ ও মুশফিক ৯১ রান করেন। এরপর তাইজুল ইসলাম ১১, আবু জায়েদ রাহি ৮ ও এবাদত হোসেন ০ রান করেন।
এদিন বাংলাদেশকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন পাকিস্তানি পেসার হাসান আলী। দ্বিতীয় দিন ৪ উইকেটসহ মোট ৫টি উইকেট নেন তিনি। এ ছাড়া শাহিন আফ্রিদি ও ফাহিম আশরাফ ২টি করে উইকেট নেন। একটি উইকেট নেন সাজিদ খান।
আগের দিন দলের হয়ে ব্যাট চালাতে পারেননি বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটসম্যানরা। কেউই ১৪ রানের গন্ডি পেরোতে পারেননি। ১৪ রান করে করেন প্রথম তিন ব্যাটসম্যান সাদমান ইসলাম অনিক, সাইফ হাসান ও নাজমুল হাসান শান্ত। অধিনায়ক মুমিনুল হক করেন ৬ রান।