প্রথম বল থেকেই আগ্রাসী থাকবেন শান্ত
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর বাংলাদেশ দলে অনেক পরিবর্তন এসেছে। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে ডাকা হয়েছে চার নতুন মুখকে। বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন লিটন দাস, সৌম্য সরকার, রুবেল হোসেনরা। ফেরানো হয়েছে নাজমুল হোসেন শান্ত ও আমিনুল ইসলাম বিপ্লবকে।
দলে সুযোগ পেয়ে দারুণ কিছু করার অপেক্ষায় শান্ত। চলতি বছরের শুরুর দিকে জাতীয় দলের হয়ে শেষ টি-টোয়েন্টি খেলা বাঁহাতি এই ব্যাটসম্যান জানিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে প্রথম বল থেকেই আগ্রাসী থাকবেন তিনি।
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে দুটি সেঞ্চুরির মালিক শান্ত বলেন, 'টি-টোয়েন্টি অবশ্যই রানের খেলা। আমি যখনই খেলি, আমার লক্ষ্য থাকে আক্রমণাত্মক ক্রিকেটই খেলব। চিন্তা থাকে প্রথম বল থেকেই আগ্রাসী মেজাজে থাকব। তার মানে এই না যে, প্রতি বলেই মারতে থাকব। অবশ্যই বল বিচার করে খেলব।'
বিশ্বকাপের ব্যর্থতা ঝেরে ফেলতে সবাইকে দায়িত্ব নেওয়ার কথা বলছেন টপ অর্ডার এই ব্যাটসম্যান। শান্তর ভাষায়, 'আমরা এখানে যারা আছি, প্রত্যেকেই সামর্থ্যবান। প্রত্যেকটা ব্যাটসম্যানই দায়িত্ব নিয়ে খেলার মতো। আমাদেরই দায়িত্ব নিতে হবে। এখানে সিনিয়র বা জুনিয়র বলে কিছু নেই। সবাই সামর্থ্যবান বলে আমরা আছি। প্রত্যেকেরই দায়িত্ব আছে। যার যে দায়িত্ব, সবারই ওটা সমানভাবে পালন করতে হবে। সবারই সেই সামর্থ্য আছে।'
এই পাকিস্তান দলের অনেকের সঙ্গেই বিপিএলে খেলার অভিজ্ঞতা আছে শান্তর। সেটা কাজে দেবে বলে বিশ্বাস তার, 'পাকিস্তান সেরা দলগুলোর একটি। বিপিএলে ওদের বেশ কয়েকজনের সঙ্গে খেলার সুযোগ হয়েছে। ওই দিক থেকে আমরা একটু আত্মবিশ্বাসী যে, ওই বোলারদের মোকাবেলা করেছি বা ওই ব্যাটসম্যানের বিপক্ষে বল করেছি। এই সুযোগ আছে।'
শান্তর মতে সব দলই ভালো। তাই বেশি ভালো করার চিন্তা করে নিজের ওপর চাপ বাড়াতে চান না বাংলাদেশের এই ব্যাটসম্যান। শান্ত বলেন, 'বিশ্ব ক্রিকেটে প্রত্যেকটা দলই ভাল। চিন্তা করলে হবে না যে অনেক ভাল কিছু করব, আমরা শুধু বল দেখব, খেলব। অতো বেশি চিন্তার কিছু নেই। আমরা যেটা পারি, ওই জিনিসটা করব।'
ব্যাটিং করাটা সব সময়ই শান্তর কাছে আনন্দের। আনন্দ নিয়ে ব্যাটিং করতে পারলে ভালো কিছু হবে বলে বিশ্বাস ২৫ বছর বয়সী এই ক্রিকেটারের, 'ব্যাটিং সব সময় অনেক আনন্দের। ওই চিন্তা করে যদি মাঠে ব্যাটিং করতে পারি, তাহলে স্বাভাবিকভাবে ব্যাটিং ভালো হবে। যেখানেই ব্যাটিং করি, যদি উপভোগ করি তাহলে ভাল হবে।'