প্যারিসে পা রেখেছেন মেসি, বিমানবন্দরে জনতার ঢল

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-র হয়ে মেডিকেল ও আনুষঙ্গিক কাজ সম্পন্ন করতে প্যারিস বিমানবন্দরে পা রেখেছেন লিওনেল মেসি। আগামীকাল বাংলাদেশ সময় বিকাল তিনটায় পার্ক ডি প্রিন্সেসে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে মেসিকে একজন পিএসজি খেলোয়াড় হিসেবে উন্মোচন করা হবে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
মেসি পিএসজিতে যোগ দিচ্ছেন, এমন খবর ছড়িয়ে যাওয়ার পর গত দুইদিন ধরে প্যারিস বিমানবন্দরে অপেক্ষা করছে পিএসজি ভক্তরা। আজকে সেই ভক্তদের ঢল বিমানবন্দর ছাপিয়ে পার্শ্ববর্তী এলাকাতেও ছড়িয়ে গিয়েছে। বিমানবন্দরে উপচে পরা ভক্তদের সামাল দিতে হিমশিম খাচ্ছে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীও।

সিনিয়র ক্যারিয়ারের পুরোটুকু সময়ই বার্সেলোনায় পার করেছেন মেসি। এবার বেতন কমিয়ে বার্সার হয়ে পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করতেও প্রস্তুত ছিলেন তিনি। কিন্তু গত বৃহস্পতিবার বার্সেলোনা কর্তৃপক্ষ জানিয়েছে, 'আর্থিক এবং কাঠামোগত' বাধার কারণে এই চুক্তি নবায়ন করা সম্ভব হবে না।

বার্সেলোনাকে বিদায় বলে দেয়ার পর বেশ কিছু ক্লাব মেসির ব্যাপারে আগ্রহ দেখালেও ফরাসি রাজধানীকেই নিজের পরবর্তী ঠিকানা বানানোর সিদ্ধান্ত নিয়েছেন এই আর্জেন্টাইন। এখানে তিনি মিলিত হচ্ছেন জাতীয় দলের সতীর্থ আনহেল ডি মারিয়া, স্বদেশী কোচ মউরিসিও পচেত্তিনো ও দীর্ঘদিনের বন্ধু নেইমারের সাথে।
পিএসজির হয়ে বার্ষিক ২৯৩ কোটি টাকা বেতনে দুই বছরের জন্য চুক্তি করেছেন এই ছয়বারের ব্যালন ডি'অরজয়ী।