পাকিস্তান সিরিজে সাকিবের টি-টোয়েন্টি খেলা নিয়ে শঙ্কা
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে খালি হাতে দেশে ফিরেছে বাংলাদেশ। সুপার লিগে টানা পাঁচ ম্যাচ হেরে চরম হতাশার বিশ্বকাপ শেষ করেন মাহমুদউল্লাহ-মুশফিকরা। এমন বিশ্বকাপের পর বাংলাদেশ দলকে নিয়ে চলছে চরম সমালোচনা, ক্রিকেটারদের তোলা হচ্ছে কাঠগড়ায়। যদিও এ নিয়ে বসে নেই বাংলাদেশ দল। ঘরের মাঠে অনুষ্ঠেয় পাকিস্তান সিরিজে দৃষ্টি দিচ্ছে তাদের।
ভরাডুবির বিশ্বকাপের পর দলে পরিবর্তনের আভাস মিলেছে। বেশ কিছু পরিবর্তন আসবে দলে। কারা বাদ পড়ছেন, সুযোগ পাবেন কারা; এটা জানতে আরও অপেক্ষা করতে হবে। তবে চোট নিয়ে দেশে ফেরা মোহাম্মদ সাইফউদ্দিনের না খেলার বিষয়টি নিশ্চিত। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া সাকিব আল হাসানের টি-টোয়েন্টি সিরিজে খেলা নিয়েও আছে প্রবল শঙ্কা। তবে টেস্ট সিরিজে খেলতে পারবেন তিনি।
উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানও চোটে ভুগছেন। যে কারণে বিশ্বকাপের শেষ ম্যাচে খেলা হয়নি তার। এই তিন ক্রিকেটারের চোটের খবর জানাতে গিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, 'সাকিবের অন্তত ৩ সপ্তাহ সময় লাগবে সুস্থ হয়ে মাঠে ফিরতে। টেস্ট সিরিজে তিনি খেলতে পারেন। ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সাইফউদ্দিনকে। নুরুল হাসান সোহানকে পাওয়া নিয়ে কোনো শঙ্কা নেই।'
সুপার টুয়েলভে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর চোটের কারণে ছিটকে যান সাইফউদ্দিন। পরে দেশে ফিরে আসেন তরুণ এই অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন সাকিব। যে কারণে বাকি দুই ম্যাচে খেলা হয়নি বাঁহাতি এই অলরাউন্ডারের। সোহান চোট পান ইংল্যান্ড ম্যাচের আগের দিন। অনুশীলনে তাসকিন আহমেদের একটি সোহানের তলপেটে লাগে।
বিশ্বকাপের পরপরই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল। এই সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে বাবর আজমের দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১৯, ২০ ও ২২ নভেম্বর। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬ নভেম্বর প্রথম টেস্ট শুরু হবে। দ্বিতীয় টেস্ট ৪ ডিসেম্বর মিরপুরে শুরু হবে। আপাতত ক্রিকেটাররা ছুটিতে আছেন। আগামী ১০-১১ নভেম্বর থেকে অনুশীলন শুরুর কথা রয়েছে।