পাকিস্তান সিরিজে তামিমকে পাচ্ছে না বাংলাদেশ
দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে শনিবার ঢাকায় এসেছে পাকিস্তান ক্রিকেট দল। প্রথম টি-টোয়েন্টি দিয়ে আগামী ১৯ নভেম্বর শুরু হবে সিরিজ। এর কদিন আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সিরিজে খেলা হচ্ছে না তামিম ইকবালের। নেপালের এভারেস্ট টি-টোয়েন্টি (ইপিএল) লিগে পাওয়া আঙুলের চোটের কারণেই অভিজ্ঞ এই ওপেনারের খেলা হচ্ছে না।
এভারেস্ট প্রিমিয়ার লিগের পর ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরলেও আপাতত জাতীয় দলের হয়ে খেলা হচ্ছে না তামিমের। পাকিস্তানের বিপক্ষে পুরো সিরিজেই দর্শক হয়ে থাকত হবে তাকে। চোট নিয়ে দেশে ফেরার পর বিশ্রামে ছিলেন তামিম। পুর্নবাসন প্রক্রিয়া শেষে অনুশীলনও শুরু করেন তিনি। কিন্তু তামিমের আঙুলে আবারও চিড় ধরা পড়েছে।
চোটের সর্বশেষ অবস্থা বুঝতে রোববার (১৪ নভেম্বর) এক্স-রে করান তামিম। সেখানেই তার আঙুলে নতুন করে চিড় ধরা পড়ে। ইনজুরির অবস্থা নিয়ে তামিম বলেন, 'আগের চিড় ভিতরের দিকে ছিল। তবে হাত বেশ ফোলা ছিল। কৌতুহলবশত এক্স-রে করতে গিয়ে উপরের দিকে চিড় ধরা পড়েছে। সম্ভবত একই সঙ্গে দুটি ফ্র্যাকচার হয়েছিল।'
উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা তামিমের। চিকিৎসা নিতে লন্ডনে যেতে পারেন তিনি। অস্ত্রোপচার লাগবে কিনা, এ বিষয়ে এখনও নিশ্চিত নন তামিম। অস্ত্রোপচার না লাগলে নিউজিল্যান্ড সফর দিয়ে দলে ফেরার আশায় বাংলাদেশ ওপেনার।
অস্ত্রোপচার লাগলে আরও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে তামিমকে। অভিজ্ঞ এই ব্যাটসম্যান বলেন, 'অপারেশন না লাগলে নিউজিল্যান্ড সফরের আগে ঠিক হয়ে যাবে আশা করি। কিন্তু অপারেশন লাগলে সেটা লম্বা সময়ের ব্যাপার। কবে ফেরা যাবে, অপারেশনের পর বোঝা যাবে সেটা।'
ফিরি ফিরি করে আরও একবার জাতীয় দলে ফেরা পিছিয়ে গেল তামিমের। এর আগে জিম্বাবুয়ে সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলেননি তিনি। হাঁটুতে চোট থাকায় শুধু ওয়ানডে সিরিজ খেলে দেশে ফেরেন তামিম। একই চোটে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে খেলা হয়নি তার। দীর্ঘদিন টি-টোয়েন্টি না খেলায় এবং পর্যাপ্ত অনুশীলন না থাকায় বিশ্বকাপ থেকেও নিজেকে সরিয়ে নেন অভিজ্ঞ এই ক্রিকেটার।